ইসরাইলের সম্ভাব্য আগ্রাসন
ইরানি জবাবের পরিকল্পনা 'সম্পূর্ণ প্রস্তুত': রিপোর্ট
ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য আগ্রাসনের উপযুক্ত জবাব দেয়ার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরিকল্পনা "সম্পূর্ণ প্রস্তুত" এবং চূড়ান্তভাবে যেকোনো আগ্রাসনের জবাব দেয়া হবে। ইরানের সশস্ত্র বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে আজ (রোববার) তাসনিম বার্তা সংস্থা এ খবর দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলেছে, ইসরাইল-অধিকৃত অঞ্চলগুলোতে "বিভিন্ন লক্ষ্যবস্তুর একটি তালিকা" প্রস্তুত রেখেছে ইরান এবং প্রতিশোধ নেয়ার বিষয়টি ইসরাইলের পদক্ষেপের ধরনের ওপর নির্ভর করবে। যদি ইসরাইল কোনো রকমের হামলা চালায়, তাহলে ইরানের পাল্টা হামলা বাস্তবায়নে কোনো সন্দেহ থাকবে না।
সূত্রটি বলছে, "ইরানের হাতে বিভিন্ন ধরণের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং ইহুদিবাদীরা যে ধরনের পদক্ষেপ নেবে সে অনুযায়ী এক বা একাধিক পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়া হবে।"
ওয়াকিবহাল সূত্রটি বলছে, “অপারেশন ট্রু প্রমিজ-টু প্রমাণ করে দিয়েছে যে, আমরা যেকোন লক্ষ্যবস্তু মাটির সাথে মিশিয়ে দিতে পারি।”
মঙ্গলবার ইরান এবং আঞ্চলিক কয়েকটি দেশের বিরুদ্ধে ইসরাইলের মারাত্মক আগ্রাসনের জবাব হিসেবে অপারেশন ট্রু প্রমিজ-টু পরিচালনা করে তেহরান। এর অংশ হিসেবে পুরো ইসরাইলের সামরিক ও গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে অন্তত ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।#
পার্সটুডে/এসআইবি/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন