ইসরাইল বিরোধী ক্ষেপণাস্ত্র হামলার স্বীকৃতিসূচক পদক পেলেন হাজিযাদে
https://parstoday.ir/bn/news/event-i142392-ইসরাইল_বিরোধী_ক্ষেপণাস্ত্র_হামলার_স্বীকৃতিসূচক_পদক_পেলেন_হাজিযাদে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেকে অর্ডার অফ ফাতাহ (বিজয়) পদক প্রদান করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৭, ২০২৪ ০৯:৩৭ Asia/Dhaka
  • ইসরাইল বিরোধী ক্ষেপণাস্ত্র হামলার স্বীকৃতিসূচক পদক পেলেন হাজিযাদে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেকে অর্ডার অফ ফাতাহ (বিজয়) পদক প্রদান করেছেন।

সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পক্ষ থেকে পদক প্রদানের এই অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডাররা উপস্থিত ছিলেন।

শত্রুর বিরুদ্ধে যুদ্ধে নাটকীয় বিজয় অর্জনকারী যোদ্ধাদেরকে এই পদক প্রদান করা হয়। গত মঙ্গলবার ইরান ইহুদিবাদী ইসরাইলের তিনটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তা জেনারেল হাজিযাদের নেতৃত্বাধীন অ্যারোস্পেস ডিভিশন চালিয়েছিল।

ওই ক্ষেপণাস্ত্র হামলার নাম দেয়া হয়েছিল ট্রু প্রমিজ-২ অভিযান। ইরানি বার্তা সংস্থাগুলো জানিয়েছে, “দীপ্তিমান ট্রু প্রমিজ অভিযানকে স্বীকৃতি দিতেই অর্ডার অব ফাহাত পদক প্রদান করা হয়েছে।”

এই পদকটিতে প্রতিরোধের প্রতীক হিসেবে দক্ষিণ-পশ্চিম ইরানের খোররামশাহর শহরের গ্র্যান্ড মসজিদের উপরে তিনটি খেজুর পাতার ছবি, ইরানের পতাকা এবং ফাতাহ শব্দটি খচিত রয়েছে।

১৯৮০’র দশকে ইরানের খোররামশাহর শহরটি আগ্রাসী ইরাকি বাহিনী দখল করে নেয়ার পর সেখানকার ইরানি যোদ্ধারা প্রায় দুই বছর প্রতিরোধ যুদ্ধ চালিয়ে শহরটি মুক্ত করেছিলেন। খোররামশাহরের গ্র্যান্ড মসজিদে কমান্ড সেন্টার স্থাপন করে ওই প্রতিরোধ যুদ্ধ পরিচালিত হয়েছিল।

ইরান গত ১৩ এপ্রিল ইসরাইলের বিরুদ্ধে প্রায় ৩০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল এবং সে অভিযানের নাম দেয়া হয়েছিল ট্রু প্রমিজ-১। এই দু’টি অভিযানের স্বীকৃতি হিসেবে জেনারেল হাজিযাদে অর্ডার অব ফাতাহ পদক লাভ করলেন। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/৭