ডাচ প্রধানমন্ত্রীকে জানালেন ইরানের প্রেসিডেন্ট
ইসরাইলি অপরাধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশের পক্ষ থেকে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল পশ্চিম এশিয়া অঞ্চলজুড়ে ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ বন্ধ করে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা।
তিনি রোববার নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শুফের সঙ্গে এক ফোনালাপে একথা জানান। ইরান গত মঙ্গলবার রাতে ইসরাইলের কয়েকটি সামরিক ঘাঁটি ও গোয়েন্দা সেন্টার লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব ক্ষেপণাস্ত্রের ৯০ শতাংশ কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে তেহরান জানায়।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরাইলি পাশবিকতার লাগাম টেনে ধরা, গোটা অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা প্রতিহত করা এবং এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
পেজেশকিয়ান ডাচ প্রধানমন্ত্রীকে জানান, জাতিসংঘ ঘোষণা ও আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে থেকে ওই হামলা চালানো হয়েছে এবং এ অভিযানে শুধুমাত্র সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, পাশ্চাত্যের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেয়ার কারণে তার দেশ তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার তাৎক্ষণিক প্রতিশোধ নেয়া থেকে বিরত ছিল। কিন্তু সে প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে বাধ্য হয়।
ইসরাইল গাজা যুদ্ধে পরাজয়ের গ্লানি ধামাচাপা দিতে হানিয়াকে তেহরানে হত্যা করে বলে জানান পেজেশকিয়ান। গত ৩১ জুলাই প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে এসে ইসরাইলি গুপ্তহত্যার শিকার হন হানিয়া।
ফোনালাপে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ বিশ্বাস করে পশ্চিম এশিয়া অঞ্চল নতুন করে কোনো উত্তেজনা সহ্য করার অবস্থায় নেই। তিনি সকল পক্ষকে উত্তেজনা প্রশমন করার আহ্বান জানান। ডিক শুফ দাবি করেন, নেদারল্যান্ড গাজা উপত্যকা ও লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। #
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৭