ইরানে হামলা চালানোর ব্যাপারে নেতানিয়াহুকে সতর্ক করলেন ইহুদি এমপি
(last modified Fri, 11 Oct 2024 09:12:14 GMT )
অক্টোবর ১১, ২০২৪ ১৫:১২ Asia/Dhaka
  • ইরানের পার্লামেন্টের নির্বাচিত ইহুদি প্রতিনিধি হুমায়ুন সামেহ নাজাফাবাদি।
    ইরানের পার্লামেন্টের নির্বাচিত ইহুদি প্রতিনিধি হুমায়ুন সামেহ নাজাফাবাদি।

ইরানের ওপর হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছেন ইরানের পার্লামেন্টের নির্বাচিত ইহুদি প্রতিনিধি হুমায়ুন সামেহ নাজাফাবাদি। তিনি বলেছেন, ইহুদিবাদী বাহিনী ইরানের বিরুদ্ধে কোনো মূর্খ আচরণ করলে নেতানিয়াহু ‘নতুন বিস্ময়ের’ সম্মুখীন হবে।

তিনি বৃহস্পতিবার তেহরানে এক বক্তৃতায় বলেন, “ইহুদিবাদী ইসরাইলি বাহিনী যদি কোনো মূর্খ আচরণ করে তাহলে নেতানিয়াহু যেন ইরানের পক্ষ থেকে নতুন বিস্ময়ের অপেক্ষায় থাকে।”

ইরানের এই ইহুদি রাজনীতিবিদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর সাম্প্রতিক ফোনালাপের প্রতি ইঙ্গিত করে বলেন, ওই আলাপে হয়তো ইরানের বিরুদ্ধে ইসরাইলের পাল্টা হামলায় সম্মতি দিয়েছেন বাইডেন।

সামেহ বলেন, কিন্তু সে অবস্থায় ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরাইলকে অনুতপ্ত হতে হবে। তিনি বিষয়টি বিবেচনায় নিতে মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তা এই অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে।

গত ১ অক্টোবর রাতে ইসরাইলের অন্তত তিনটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। হামলায় এসব স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তা গোপন রাখে তেল আবিব। ইহুদিবাদী প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ইরানের বিরুদ্ধ পাল্টা হামলার হুমকি দিয়েছেন।

ইরানি পার্লামেন্টের এই ইহুদি প্রতিনিধি ইরানের ইসরাইলবিরোধী ক্ষেপণাস্ত্র হামলার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, আবারও ইসরাইলের বিরুদ্ধে হামলা চালানো হলে তার প্রতি ইরানের ইহুদি সম্প্রদায়ের পূর্ণ সমর্থন থাকবে। #

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ