ইসরাইলকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না মধ্যপ্রাচ্যের ৩ দেশ
(last modified 2024-10-14T06:02:37+00:00 )
অক্টোবর ১৪, ২০২৪ ১২:০২ Asia/Dhaka
  • ইসরাইলকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না মধ্যপ্রাচ্যের ৩ দেশ

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে, তারা ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনের জন্য ইহুদিবাদী ইসরাইলকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’র এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

পারস্য উপসাগরীয় তীরবর্তী এই তিন দেশের বাইরে জর্ডানের একজন কর্মকর্তা বলেছেন, তার দেশের আকাশসীমা অন্য দেশের ওপর হামলার জন্য ব্যবহার করার অনুমতি দেবে না সরকার।

এর আগে, মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান এই অঞ্চলে মার্কিন মিত্রদের সতর্ক করেছে যে, ইরানে হামলার জন্য ইসরাইল সরকারকে তাদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেয়া হলে সেইসব দেশকেও লক্ষ্যবস্তু করা হবে।

গত ১ অক্টোবর দখলদার ইসরাইলের বিরুদ্ধে ইরান অপারেশন ট্রু প্রমিজ-২ পরিচালনা করে। ইসরাইল ইরানের ওপর পাল্টা হামলা চালানোর কথা বলে আসছে। এ অবস্থায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক দেশগুলো সফরে বের হন এবং সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে বিশেষ বার্তা দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৪

ট্যাগ