পশ্চিমা সেনা উপস্থিতি আঞ্চলিক দেশগুলোর স্বার্থ রক্ষা করে না: পেজেশকিয়ান
(last modified Tue, 15 Oct 2024 03:53:29 GMT )
অক্টোবর ১৫, ২০২৪ ০৯:৫৩ Asia/Dhaka
  • পশ্চিমা সেনা উপস্থিতি আঞ্চলিক দেশগুলোর স্বার্থ রক্ষা করে না: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পশ্চিমা সেনা উপস্থিতি কোনো অবস্থায় আঞ্চলিক দেশগুলোর স্বার্থ রক্ষা করে না। তিনি সকল দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার ওপরও গুরুত্ব আরোপ করেছেন।

ইরান সফররত আজারবাইজানের উপ প্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায়েভ গতকাল (সোমবার) তেহরানে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক দেশগুলো তাদের নিজেদের নিরাপত্তা রক্ষা করতে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে সক্ষম। ইরান ও আজারবাইজানের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের প্রতি ইঙ্গিত করে পেজেশকিয়ান দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং দু’দেশের মধ্যে বিদ্যমান চুক্তিগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার আহ্বান জানান।

ইরানের প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশী মুসলিম দেশগুলোর নিরাপত্তা রক্ষা করার জন্য সীমান্তে দেওয়াল নির্মাণ করার প্রয়োজন নেই বরং পারস্পরিক সহযোগিতার জন্য সীমান্তে যৌথ বাজার প্রতিষ্ঠা করা উচিত।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে মুস্তাফায়েভ বলেন, আজারবাইজান ইরানের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, সংস্কৃতি ও ট্রানজিট ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে আগ্রহী। বাকু তেহরানের সাথে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয় বলেও তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ