যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে আঞ্চলিক দেশগুলো অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে: ইরান
(last modified Fri, 18 Oct 2024 10:42:40 GMT )
অক্টোবর ১৮, ২০২৪ ১৬:৪২ Asia/Dhaka
  • আরাকচি
    আরাকচি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার বিপদ ও পরিণতি সম্পর্কে সব দেশই অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে।  তুরস্কে পৌঁছে তিনি আজ (শুক্রবার) এ কথা বলেছেন।

ইস্তাম্বুলে দক্ষিণ ককেশাস বৈঠকে অংশ নিতে বর্তমানে তুরস্কে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

তুরস্ক সফরের আগে গত কয়েক দিনে তিনি লেবানন, সিরিয়া, সৌদি আরব, কাতার, ইরাক, ওমান, জর্ডান ও মিশর সফর করেন এবং ঐসব দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

ইস্তাম্বুলে পৌঁছেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন- লেবাননে ইসরাইলি হামলা ও গাজায় অব্যাহত নির্মমতাসহ এই অঞ্চলে বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় বিভিন্ন দেশের মধ্যে আলোচনা ও শলা-পরামর্শ জরুরি।

তুরস্কের সঙ্গে ইরানের সুসম্পর্ক বিরাজ করছে এবং দুই দেশ আঞ্চলিক ইস্যুতে একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে আলোচনা করছে বলে তিনি জানান। আরাকচি বলেন, বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে আলোচনা ও পরামর্শ অতীতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

এই সফরেই তিনি তুরস্কের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন আব্বাস আরাকচি।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ