হত্যাকাণ্ড ইসরাইল নামক ক্যান্সারের কেমোথেরাপি: সাবেক ইরাকি প্রধানমন্ত্রী
(last modified 2024-10-19T03:37:19+00:00 )
অক্টোবর ১৯, ২০২৪ ০৯:৩৭ Asia/Dhaka
  • আদেল আব্দুলমাহদি
    আদেল আব্দুলমাহদি

ইরাকের সাবেক প্রধানমন্ত্রী আদেল আব্দুলমাহদি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল নামক ক্যান্সারের কেমোথেরাপির নাম হচ্ছে হত্যাকাণ্ড। তবে এই কেমোথেরাপি দিয়ে এই ক্যান্সার প্রতিহত করা যাবে না।  

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাত সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আব্দুলমাহদি এ বক্তব্য দিয়েছেন।  

তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে লিখেছেন: “হত্যাকাণ্ড ইহুদিবাদী ইসরাইল নামক ক্যান্সারের এক ধরনের কেমোথেরাপি, যা এই সরকারের রোগের বিস্তার রোধ করবে না। কয়েকদিন ভালো থাকবে তারপর আবার উচ্চমাত্রার কেমোথেরাপি দিতে হবে এবং ক্রমেই ডোজ বাড়াতে হবে। এভাবে একদিন এই রোগ তাকে হত্যা করার আগেই কেমোথেরাপি তার জীবন শেষ করে দেবে।”

গত জুলাই মাসে হামাসের তৎকালীন পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার শাহাদাতের পর ইয়াহিয়া সিনওয়ার তার স্থলাভিষিক্ত হন। গত বৃহস্পতিবার বিকেলে ইহুদিবাদী ইসরাইল এক বিবৃতিতে দাবি করে, তারা গাজায় হামলা চালিয়ে সিনওয়ারকে হত্যা করেছে। এরপর গতকাল (শুক্রবার) হামাস আনুষ্ঠানিকভাবে ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতের খবর নিশ্চিত করে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ