ফালাকুল আফলাক: ১৫০০ বছরের পুরোনো রহস্যঘেরা দুর্গ
https://parstoday.ir/bn/news/event-i142802-ফালাকুল_আফলাক_১৫০০_বছরের_পুরোনো_রহস্যঘেরা_দুর্গ
পার্সটুডে: ফালাকুল আফলাক দুর্গ ইরানের লোরেস্তান প্রদেশের প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। খুররামাবাদ শহরের কেন্দ্রস্থলের একটি টিলায় ১৫০০ বছর পূর্বে এই দুর্গটি নির্মিত হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ১৯, ২০২৪ ১৬:৩০ Asia/Dhaka
  • ফালাকুল আফলাক দুর্গ
    ফালাকুল আফলাক দুর্গ

পার্সটুডে: ফালাকুল আফলাক দুর্গ ইরানের লোরেস্তান প্রদেশের প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। খুররামাবাদ শহরের কেন্দ্রস্থলের একটি টিলায় ১৫০০ বছর পূর্বে এই দুর্গটি নির্মিত হয়।

সাসানীয় শাসনামলে ৬৫১ সালে তৈরি এই দুর্গটি অনেকবার মেরামত করা হয়। প্রতি বছর বিপুলসংখ্যক ইরানি ও বিদেশি পর্যটক দুর্গ দেখতে যান। রাতের বেলায় যখন ফ্লাডলাইট জ্বালানো হয় তখন এক বিশেষ মনোরম এবং নাটকীয় দৃশ্য তৈরি হয়। দুর্গের চারিদিকে ঘেরা সরু যুদ্ধের মনোরম দৃশ্য সবার নজর কাড়ে। 

জাতীয় নিবন্ধনের পাশাপাশি এই দুর্গটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় নিবন্ধনের জন্য অপেক্ষা করছে।

ইতিহাস থেকে জানা যায় যে, ফালাকুল আফলাক দুর্গটি বেশিরভাগ সময়ই বিভিন্ন রাজাদের সরকারি ঘাঁটি ছিল এবং ইতিহাসের কিছু সময়কালে এটি একটি কারাগার হিসাবে ব্যবহৃত হয়েছিল।

৫ হাজার ৩০০ বর্গমিটার আয়তনের ‘ফালাকুল আফলাক' দুর্গটি পাথর, ইট, কাঁচা মাটি, প্লাস্টার ও চুন দিয়ে নির্মাণ করা হয়।

'ফালাকুল আফলাক' দুর্গটি 'শাপুর খাসওয়াত দুর্গ', 'খোররাম আবাদ দুর্গ' নামেও পরিচিত।

'ফালাকুল আফলাক' দুর্গটি একটি বড় মিলনায়তন, দুটিটি নির্জন প্রাঙ্গণ, কয়েকটি ছোট হল রুম নিয়ে গঠিত।  

১০ হেক্টর এলাকা নিয়ে দক্ষিণ-পূর্বে নদীর উপকূলরেখার প্রতিরক্ষামূলক প্রাচীরগুলো এই দুর্গের চারপাশে ঢেকে দিয়েছে। শহরের মাঝে বুক ফুলিয়ে থাকা স্থাপনাটি ভ্রমণ না করলে যেন অনেক অতৃপ্তি থেকে যায়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন