ইরানে জাতীয় সংহতি সমাবেশ; ছবিতেও ফুটে উঠেছে সেই বাস্তবতা
জানুয়ারি ১৩, ২০২৬ ১৭:২১ Asia/Dhaka
-
ইরানে সর্বস্তরের জনগণের সংহতি সমাবেশ
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানে আমেরিকা ও দখলদার ইসরায়েলের মদদপুষ্ট দালালদের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে গতকাল (সোমবার) দেশজুড়ে শান্তি ও সংহতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শত্রুদের নানা ষড়যন্ত্র নস্যাৎ করতে ইরানি জনতা আবারও শান্তি, বন্ধুত্ব ও জাতীয় ঐক্যের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। জাতীয় সংহতির এই সমাবেশের নানা দিক ফুটে উঠেছে এই নিচের গ্যালারিতে। মিছিলে অংশগ্রহণকারীদের ছবি তোলা হয়েছে নানা আঙ্গিকে।
পার্স টুডে/এসএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ