ইরানের দক্ষিণ পানিসীমায় সম্মিলিত আইএমইএক্স নৌ মহড়া শুরু 
(last modified 2024-10-19T13:55:10+00:00 )
অক্টোবর ১৯, ২০২৪ ১৯:৫৫ Asia/Dhaka
  • ইরানের দক্ষিণ পানিসীমায় সম্মিলিত আইএমইএক্স নৌ মহড়া শুরু 

পারস্য উপসাগরের ইরানি পানিসীমায় নয়টি দেশের অংশগ্রহণে ভারত মহাসাগরীয় নৌ মহড়া ২০২৪ শুরু হয়েছে। স্বাগতিক ইরান, রাশিয়া, ভারত, পাকিস্তান, সৌদি আরব ও বাংলাদেশসহ নয়টি দেশ এই মহড়ায় অংশ নিচ্ছে।

যৌথ এ মহড়ার মুখপত্র রিয়ার অ্যাডমিরাল মোস্তফা তাজেদ্দিনি জানান, ইরানের নৌ বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখা, ইরানের আইন-শৃঙ্খলা বাহিনীর কমান্ড এবং বন্দর ও সমুদ্র সংস্থার সদস্যরা এই মহড়ায় অংশ নিচ্ছে। তাজেদ্দিনি জানান, আজ (শনিবার) থেকে মহড়া শুরু হয়েছে। 

তিনি জানান, ইরানের পাশাপাশি বাংলাদেশ, ভারত, ওমান, পাকিস্তান, কাতার, রাশিয়া, সৌদি আরব এবং থাইল্যান্ড এ মহড়ায় অংশ নিচ্ছে।

ইরানের এ মুখপাত্র জানান, মহড়ার পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর কর্মকর্তাদের বিশেষ বৈঠক এবং নৌ সেনাদের ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে যাতে অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনী পরস্পরের মধ্যে নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করতে পারে। 

অ্যাডমিরাল তাজেদ্দিনি জানান, আগুন নিয়ন্ত্রণ, অনুসন্ধান এবং উদ্ধার অভিযান ও জাহাজ থেকে সমুদ্রে ছড়িয়ে পড়া তেল পরিষ্কারের পদ্ধতি নিয়ে অংশগ্রহণকারী দেশগুলো মহড়া চালাবে। এ মহড়ার প্রধান উদ্দেশ্যই হচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে নৌ সহযোগিতা বাড়ানো।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৯

ট্যাগ