‘উত্তর গাজার শতভাগ স্থাপনা বিধ্বস্ত’
গাজা পুনর্নির্মাণে ৮০ বছর সময় লাগবে: জাতিসংঘের আবাসন বিশেষজ্ঞ
গাজা উপত্যকায় গত এক বছরে ইহুদিবাদী ইসরাইলি ভয়াবহ তাণ্ডবলীলায় যেসব ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়েছে তা পুনর্নির্মাণ করতে ৮০ বছর সময় লাগবে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের আবাসন বিশেষজ্ঞ বালাকৃষ্ণণ রাজাগোপাল শনিবার বলেছেন, চলতি বছরের জানুয়ারির মধ্যেই গাজার ৬০% থেকে ৭০% বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। উত্তর গাজায় ধ্বংসযজ্ঞের এই হার তুলনামূলক বেশি এবং তা ৮২% পর্যন্ত হতে পারে বলে তিনি জানান।
রাজাগোপাল বলেন, এই মুহূর্তে পরিস্থিতি আরো অনেক খারাপ। উত্তর গাজায় বলতে গেলে ১০০% ঘরবাড়ি এখন বিধ্বস্ত।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকার ঘরবাড়ি, মসজিদ, স্কুল, দোকানপাট ও সরকারি স্থাপনার ওপর ইহুদিবাদী ইসরাইলের নজিরবিহীন বোমাবর্ষণে আনুমানিক চোর কোটি ২০ লাখ টন ধ্বংসস্তূপ তৈরি হয়েছে।
রাজাগোপাল বলেন, এসব ধ্বংসস্তূপে মিশে রয়েছে অবিস্ফোরিত বোমা, বিষাক্ত বর্জ্য, ধসে পড়া ভবনের অ্যাসবেস্টস এবং অন্যান্য সামগ্রী। তিনি বলেন, এসব বিষাক্ত বর্জ্যের কারণে গাজার ভূগর্ভস্থ পানি ও মাটি দূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে, ধ্বংস হওয়া ভবনগুলি থেকে প্রচুর পরিমাণে ধূলিকণা বিপজ্জনক পদার্থ নিঃসরণ করছে যা বাতাসে ভাসছে বা পানি সরবরাহ ব্যবস্থায় প্রবেশ করছে। বিষয়টি গাজার ২৩ লাখ মানুষের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরাইলি বোমাবর্ষণ অব্যাহত থাকার কারণে গাজা পুনর্নির্মাণের ব্যয় প্রতিদিনই বাড়ছে।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/২০