'ইরানে বড় ইসরাইলি হামলার জবাব হবে কয়েক গুণ ভয়াবহ'
(last modified Wed, 23 Oct 2024 04:15:00 GMT )
অক্টোবর ২৩, ২০২৪ ১০:১৫ Asia/Dhaka
  • ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সিনিয়র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি
    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সিনিয়র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সিনিয়র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে ‘উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ’ নেয় তাহলে তাকে নিশ্চিতভাবে তার চেয়ে ‘কয়েকগুণ ভয়াবহ’ জবাবের মুখোমুখি হতে হবে।

তিনি লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় শহীদ ইরানি সামরিক উপদেষ্টা মেজর জেনারেল আব্বাস নিলফোরুশনের স্মরণে মঙ্গলবার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানের অবকাশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে জেনারেল নিলফোরুশন শহীদ হন।

জেনারেল জাফারি বলেন, “শত্রুর হামলার ব্যাপকতার ওপর ইরানের জবাব নির্ভর করবে। যদি বড় ধরনের কোনো পদক্ষেপ নেয়া হয় তাহলে তার জবাব নিশ্চিতভাবে কয়েকগুণ ভয়াবহ হবে।”

ইসরাইল গত কিছুদিন ধরে ইরানে হামলা চালানোর যে হুমকি দিচ্ছে তাকে ‘মুখ রক্ষা’র হুমকি বলে বর্ণনা করেন জেনারেল জাফারি। তিনি ইরানি জনগণকে আশ্বস্ত করে বলেন, ইহুদিবাদীরা সীমিত আকারের ছোটখাট হামলা চালিয়ে একথা দাবি করতে পারে যে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে। কিন্তু বড় ধরনের কোনো হামলা চালালে তেহরান তার কয়েকগুণ ভয়াবহ হামলা চালাবে তাতে কোনো সন্দেহ নেই।

ইহুদিবাদী ইসরাইলের হাতে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন, তেল আবিবের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, আইআরজিসি কমান্ডার সাইয়্যেদ আব্বাস নিলফোরুশনের শাহাদাত এবং লেবানন ও ফিলিস্তিনের নিরপরাধ নারী, পুরুষ ও শিশুদের রক্তপাতের প্রতিশোধ নিতে গত ১ অক্টোবর ইসরাইলের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে অন্তত ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলায় ইসরাইলি ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তার সঠিক চিত্র প্রকাশ করেনি তেল আবিব।  ইহুদিবাদী ইসরাইল ওই হামলার প্রতিশোধ নেয়ার জন্য ইরানে কঠোর হামলা চালানোর হুমকি দিয়েছে। #

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ