লেবাননের গণমাধ্যম একই খবর দিলেও নিশ্চিত করেনি হিজবুল্লাহ
হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ সাফিউদ্দিনকে শহীদ করার দাবি
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনকে হত্যা করার দাবি করেছে ইহুদিবাদী ইসরাইল।
ইসরাইলি সন্ত্রাসী সেনাবাহিনীর বরাত দিয়ে দখলদারদের গণমাধ্যম দাবি করেছে, দুই সপ্তাহ আগে রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলীতে এক বিমান হামলায় সাফিউদ্দিন শহীদ হন।
মঙ্গলবার রাতে এক আনুষ্ঠানিক ঘোষণায় ইহুদিবাদী বাহিনী দাবি করেছে, সাইয়্যদ সাফিউদ্দিনের ওপর হামলা সফল হয়েছে। খবরে দাবি করা হয়েছে, হামলার সময় সাফিউদ্দিনের সঙ্গে হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান আলী হুসেইন হাজিমেহ’সহ সংগঠনের গোয়েন্দা ইউনিটের অন্তত ২৫ সদস্য উপস্থিত ছিলেন, যাদের সবাই নিহত হয়েছেন।
এ খবর দিতে গিয়ে সৌদি আরবের আল-আরাবিয়া নিউজ চ্যানেল দাবি করেছে, মঙ্গলবার বিকেলে লেবাননের দক্ষিণ শহরতলী আদ-দাহিয়া এলাকার ধ্বংসস্তূপের নীচ থেকে সাফিউদ্দিন এবং আরো ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে লেবাননের কোনো কোনো গণমাধ্যমও এমন দাবি করা সত্ত্বেও এখনও হিজবুল্লাহ খবরটির সত্যতা নিশ্চিত করেনি।
গত ২৭ অক্টোবর আদ-দাহিয়া এলাকায়ই এক শক্তিশালী ইসরাইল বিমান হামলায় হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শাহাদাতবরণ করেন। এরপর তাঁর স্থলাভিষিক্ত হিসেবে সাইয়্যেদ সাফিউদ্দিনকে নিয়োগ দেয়া হতে পারে বলে যখন গণমাধ্যমে ব্যাপক জল্পনা চলছিল তখন ১২ অক্টোবর একই এলাকায় আবার ভয়াবহ বিমান হামলা চালায় দখলদার বাহিনী। তেল আবিব সেদিনই দাবি করেছিল, তারা সাফিউদ্দিনের ওপর হামলা চালিয়েছে। তবে মঙ্গলবার রাতে তারা হিজবুল্লাহর এই শীর্ষ নেতাকে হত্যার খবর নিশ্চিত করল।#
পার্সটুডে/এমএমআই/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।