রাশিয়ায় উ. কোরিয়ার সেনা উপস্থিতির খবর পরোক্ষভাবে মেনে নিলেন পুতিন
https://parstoday.ir/bn/news/event-i143012-রাশিয়ায়_উ._কোরিয়ার_সেনা_উপস্থিতির_খবর_পরোক্ষভাবে_মেনে_নিলেন_পুতিন
রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা পাঠানোর খবর নাকচ করে দেননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে অংশগ্রহণ করার জন্য উত্তর কোরিয়া হাজার হাজার সেনাকে রাশিয়ায় পাঠিয়েছে বলে আমেরিকা দাবি করার পর পুতিন বিষয়টিতে পরোক্ষ সম্মতি জানালেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ২৫, ২০২৪ ১৫:৫৭ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিন
    ভ্লাদিমির পুতিন

রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা পাঠানোর খবর নাকচ করে দেননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে অংশগ্রহণ করার জন্য উত্তর কোরিয়া হাজার হাজার সেনাকে রাশিয়ায় পাঠিয়েছে বলে আমেরিকা দাবি করার পর পুতিন বিষয়টিতে পরোক্ষ সম্মতি জানালেন।

মার্কিন সরকার বুধবার দাবি করে যে, দেশটির হাতে এমন শক্ত দলিল রয়েছে যা দিয়ে প্রমাণ করা যায় যে, উত্তর কোরিয়া রাশিয়ায় প্রায় ৩,০০০ সেনা পাঠিয়েছে। এসব সেনাকে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হতে পারে যাকে চলমান ইউক্রেন সংঘাতের বড় রকমের বিস্তৃতি হিসেবে দেখছে পাশ্চাত্য। 

রাশিয়ার কাজান শহরে ব্রিকস শীর্ষ সম্মেলনের অবকাশে বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি সম্পর্কে প্রেসিডেন্ট পুতিনের মতামত জানতে চাওয়া হয়। এ সময় তিনি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে মস্কো কখনও সন্দিহান ছিল না। আমরা আমাদের উত্তর কোরীয় বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মধ্যে রয়েছি।

পুতিন আরো বলেন, এই সহযোগিতা কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে সেটি আমাদের নিজস্ব ব্যাপার এবং তা নিয়ে কাউকে ব্যাখ্যা দিতে যাব না। তিনি ইউক্রেন যুদ্ধে হস্তক্ষেপ করার জন্য উল্টো পাশ্চাত্যকে দায়ী করেন।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। মস্কো অভিযোগ করছে, ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্রের ঢল চলমান যুদ্ধকে প্রলম্বিত করছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৫