ইরানে হামলার সময় বাংকারে লুকিয়েছিলেন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্ট
(last modified Sat, 26 Oct 2024 09:15:57 GMT )
অক্টোবর ২৬, ২০২৪ ১৫:১৫ Asia/Dhaka
  • ইরানে হামলার সময় বাংকারে লুকিয়েছিলেন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্ট

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট বাংকারে অবস্থান নিয়েছিলেন।

ইসরাইলের সংবাদমাধ্যম হাইয়ুমের প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

খবরে বলা হয়েছে, ইরানে যখন হামলা হচ্ছিল, তখন তেল আবিবে ইসরাইলি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সদর দপ্তরের একটি ভূগর্ভস্থ কক্ষে অবস্থান নেন নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী গ্যালান্ট। এই কক্ষটি মূলত একটি বাংকার। ইরানে আগ্রাসন শুরুর পরপরই এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর মনে ভয় ছিল- লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধারা নেতানিয়াহুকে টার্গেট করতে পারে। কিছুদিন আগে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে হিজবুল্লাহ ড্রোন হামলা চালায়।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ