'শহীদ সাফিউদ্দিনের মতো নেতাদের আত্মত্যাগ লেবাননের অখণ্ডতা রক্ষা করেছে'
(last modified Sat, 26 Oct 2024 08:18:29 GMT )
অক্টোবর ২৬, ২০২৪ ১৪:১৮ Asia/Dhaka
  • 'শহীদ সাফিউদ্দিনের মতো নেতাদের আত্মত্যাগ লেবাননের অখণ্ডতা রক্ষা করেছে'

পার্সটুডে- লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের শাহাদাত উপলক্ষে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী।

বিসমিল্লাহির রহমানির রহিম

প্রতিরোধ ফ্রন্টের প্রিয় তরুণেরা,

সাহসী ও নিবেদিতপ্রাণ মুজাহিদ সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন (আল্লাহ তাঁর ওপর সন্তুষ্ট থাকুন) প্রতিরোধ সংগ্রামের শহীদদের কাতারে যোগ দিয়েছেন। পবিত্র আল-কুদসের জন্য চলমান জিহাদের আকাশে আরো একটি উজ্জ্বল তারকা যুক্ত হয়েছে।

শহীদ সাফিউদ্দিন হিজবুল্লাহর শীর্ষ ব্যক্তিত্বদের একজন। তিনি আজীবন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সহযোগী ও সহচর ছিলেন।

শহীদ সাফিউদ্দিনের মতো নেতাদের পরিকল্পনা ও সাহসিকতায় হিজবুল্লাহ লেবাননকে বিপর্যয় ও খণ্ড-বিখণ্ড হওয়ার বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হয়েছিল ইহুদিবাদী ইসরাইলের হুমকি নস্যাতের মাধ্যমে। ইহুদিবাদী ইসরাইলের অত্যাচারী ও নিষ্ঠুর সেনাবাহিনী কখনো কখনো বৈরুত পর্যন্ত সমস্ত কিছু পদদলিত করতো।

শহীদ সাফিউদ্দিন এবং নাসরুল্লাহ ফ্রন্টের অন্য মুজাহিদদের আত্মত্যাগ লেবাননের অখণ্ডতা রক্ষা করেছে এবং আগ্রাসী ও অপরাধী ইহুদিবাদী ইসরাইলকে ব্যর্থ করে দিয়েছে।

নাসরুল্লাহ ফ্রন্টের শহীদ সাফিউদ্দিনসহ অন্যান্য মুজাহিদের সাহসিকতা ও আত্মত্যাগ দক্ষিণ লিতানি, তায়ার এবং ঐ অঞ্চলের অন্যান্য শহরকে ইহুদিবাদী ইসরাইলের দখলে চলে যাওয়ার ঝুঁকি থেকে রক্ষা করেছে।

বর্তমানে নাসরুল্লাহ এবং সাফিউদ্দিনের মতো নেতারা বাহ্যিকভাবে এই পৃথিবীতে না থাকলেও তাদের চেতনা ও নেতৃত্ব লেবানন ও এর জনগণকে রক্ষায় সক্রিয়ভাবে মাঠে রয়েছে।

এখনো হিজবুল্লাহ লেবাননের সবচেয়ে শক্তিশালী রক্ষক এবং ইহুদিবাদী ইসরাইলের লোভ-লিপ্সার মোকাবেলায় সবচেয়ে মজবুত ঢাল হিসাবে কাজ করছে। ইহুদিবাদী ইসরাইল দীর্ঘদিন ধরে লেবাননকে খন্ড-বিখন্ড করার অশুভ বাসনা লালন করে আসছে।

শত্রুরা লেবাননের জন্য হিজবুল্লাহর নিঃস্বার্থ ভূমিকা ও আত্মত্যাগের বিষয়টি অস্বীকার করার চেষ্টা করে। শত্রুরা যাতে এ ধরণের মিথ্যাচার করতে না পারে সেজন্য লেবাননের প্রতি সহানুভূতিশীলদের সোচ্চার থাকতে হবে। হিজবুল্লাহ বেঁচে আছে এবং ক্রমেই বিকশিত হচ্ছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরান বরাবরের মতো ফিলিস্তিন-দখলদার অপরাধী চক্রের দখলদারির মোকাবেলায় কুদসের সকল মুজাহিদ এবং প্রতিরোধকারীদের সাহায্য-সহযোগিতা করে যাবে ইনশাআল্লাহ।

আমাদের প্রিয় সাইয়্যেদ সাফিউদ্দিনের শাহাদাতে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন এবং প্রতিরোধের সব ফ্রন্টে তাঁর সহযোদ্ধাদের প্রতি অভিনন্দন এবং শোক জানাচ্ছি।

ওয়াস সালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন

সাইয়্যেদ আলী খামেনেয়ী

২৪ অক্টোবর ২০২৪

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ