কিভাবে হামলা চালিয়েছে ইসরাইল এবং কেন ব্যর্থ হয়েছে তা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/event-i143070-কিভাবে_হামলা_চালিয়েছে_ইসরাইল_এবং_কেন_ব্যর্থ_হয়েছে_তা_জানাল_ইরান
ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উচ্চমানের কার্যকারিতার কারণে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবিমানগুলো এদেশের আকাশসীমায় অনুপ্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ২৭, ২০২৪ ০৯:৫১ Asia/Dhaka
  • ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা বেশিরভাগ ইসরাইলি ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করেছে
    ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা বেশিরভাগ ইসরাইলি ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করেছে

ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উচ্চমানের কার্যকারিতার কারণে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবিমানগুলো এদেশের আকাশসীমায় অনুপ্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।

এটি এক বিবৃতিতে আরো বলেছে, শনিবার ভোররাতের ইসরাইলি হামলার সময় ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুর বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরাইলি যুদ্ধবিমানগুলো শনিবার ভোররাতে সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়, ইরানে হামলা চালাতে ইসরাইলি যুদ্ধবিমানগুলো ইরাকে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনাদের জন্য বরাদ্দ করা আকাশসীমা ব্যবহার করেছে। এগুলো ইরানের সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে বসে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল ইলাম ও খুজিস্তান প্রদেশের পাশাপাশি তেহরান প্রদেশের বাইরে মোতায়েন কিছু রাডার ব্যবস্থা।

বিবৃতিতে বলা হয়, হামলায় ব্যবহৃত ইসরাইলি ক্ষেপণাস্ত্রগুলো ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় অনেক ছোট, মাত্র পাঁচ ভাগের এক ভাগ। হামলায় ইরানের কয়েকটি রাডার ব্যবস্থার সামান্য ক্ষতি হয়েছে যেগুলোর একাংশ এরইমধ্যে মেরামত করা সম্ভব হয়েছে এবং বাকিগুলো মেরামতের কাজ চলছে।

ইরানের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়, সময়মতো ইসরাইলি আগ্রাসনের ‘আইনগত ও বিধিবদ্ধ জবাব’ দেয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে। তবে আপাতত ইরান গাজা উপত্যকা ও লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে গুরুত্ব দিচ্ছে, কারণ, সেখানকার নিরপরাধ বেসামরিক মানুষগুলোকে ইসরাইলি গণহত্যা থেকে বাঁচানো দরকার। বিবৃতিতে মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার কাজে ইহুদিবাদী ইসরাইলকে সহযোগিতা চালিয়ে যাওয়ার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দেয়া হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।