ইসরাইল আরো বড় পরাজয়ের সম্মুখীন হবে: আইআরজিসি’র ডেপুটি কমান্ডার
‘ইরানের জবাবে ইহুদিবাদীরা বিস্মিত হবে’
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র উচ্চপদস্থ একজন কমান্ডার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অদূর ভবিষ্যতে ইরানের পদক্ষেপে ইসরাইল বিস্মিত হবে এবং এই অপরাধী সরকার আরো বড় পরাজয়ের সম্মুখীন হবে।
আইআরজিসি’র অন্যতম ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা নাকদি মঙ্গলবার তেহরানে এক বক্তৃতায় এ সতর্কবাণী উচ্চারণ করেন। ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় ইহুদিবাদী ইসরাইল আগ্রাসী হামলা চালানোর তিন দিন পর জেনারেল নাকদি এ হুঁশিয়ারি দিলেন।
সন্ত্রাসী ইসরাইলি বাহিনী এমন সময় ইরানে আগ্রাসন চালাল যখন তেল আবিব গণহত্যা চালাতে গিয়ে গাজা উপত্যকা ও লেবাননের চোরাবালিতে আটকা পড়েছে। জেনারেল নাকদি বলেন, “আপনারা আগামী কয়েকদিনের মধ্যে ইহুদিবাদী ইসরাইলের আরো বিধ্বংসী পরাজয় দেখতে পাবেন এবং ইরানের পরবর্তী পদক্ষেপে এই অপরাধী সরকার বিস্মিত হবে।” গাজা ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা গোটা পশ্চিমা দাম্ভিক শক্তিকে অক্ষম করে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
আইআরজিসি’র এই সিনিয়র কমান্ডার বলেন, প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী অবস্থানের কারণে ইসরাইলের সমর্থকরা এখন ভিন্ন কৌশলে তেল আবিবকে সহযোগিতা করছে। তিনি বলেন, এতকাল আমেরিকা ও ব্রিটেন ইসরাইলকে শুধুমাত্র অস্ত্র, অর্থ ও গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করত। কিন্তু এখন তারা হামাস ও হিজবুল্লাহ যোদ্ধাদের মোকাবিলায় ইসরাইলি বাহিনীর পরাজয় দেখে নিজেদের সেনা ও যুদ্ধজাহাজও পাঠিয়ে দিচ্ছে।#
পার্সটুডে/এমএমআই/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।