গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৪৭ জন শহীদ, আহত বহু
https://parstoday.ir/bn/news/event-i143286
ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যfঞ্চলে আজ (শুক্রবার) আবারো ভয়াবহ বর্বরতা চালিয়েছে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ০১, ২০২৪ ১৯:২৯ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৪৭ জন শহীদ, আহত বহু

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যfঞ্চলে আজ (শুক্রবার) আবারো ভয়াবহ বর্বরতা চালিয়েছে। 

দখলদার বাহিনীর বিমান হামলায় সেখানে অন্তত ৪৭ জন ফিলিস্তিনি নিশ্চিতভাবে শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু। 

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এবং মেডিকেল সূত্র জানিয়েছে, হতাহতদের সবাইকে দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালে নেয়া হয়।

বার্তা সংস্থাটি জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শরণার্থী শিবির এবং আল-জাওয়াইদা শহরের বহু সংখ্যক আবাসিক ভবনে ইসরাইল বিমান হামলা চালায়। এতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে নুসাইরাত শরণার্থী শিবিরে। সেখানে এক পরিবারের চার ভাই একসাথে শহীদ হয়েছেন। তাদের আরেক ভাই কয়েক ঘন্টা আগে ইসরাইলি হামলায় শহীদ হন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১