গাজার জাবালিয়ায় হামাস যোদ্ধাদের হামলায় ১৫ ইসরাইলি সেনা হতাহত
(last modified Sat, 02 Nov 2024 04:14:16 GMT )
নভেম্বর ০২, ২০২৪ ১০:১৪ Asia/Dhaka
  • গাজার জাবালিয়ায় হামাস যোদ্ধাদের হামলায় ১৫ ইসরাইলি সেনা হতাহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের হামলায় ১৫ ইসরাইলি সেনা হতাহত হয়েছে। ওই ব্রিগেড শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “আল-কাসসাম যোদ্ধারা একটি জটিল অভিযানে অংশ নিয়ে প্রথমে ইহুদিবাদীদের একটি সাঁজোয়া যানে আল-ইয়াসিন ১০৫ শেল দিয়ে আঘাত হানেন। এরপর তারা একটি ঘরে ঘাঁটি গেড়ে অবস্থান করা ১২ ইসরাইলি সৈন্যর ওপর টিবিজি শেল দিয়ে হামলা চালান। এসব হামলায় সব ইহুদিবাদী সেনা নিহত অথবা আহত হয়।”

উত্তর গাজার জাবালিয়া এলাকায় এসব হামলা হয় জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়, “এ সময় হামলা থেকে রক্ষা পাওয়া তিন ইসরাইলি সেনা কোনোমতে একটি মেরকাভা ট্যাংকের দিকে দৌড়ে পালাতে থাকলে উচ্চ বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন একটি বোমা নিক্ষেপ করে তাদেরকেও ঘায়েল করা হয়।” তবে এসব ক্ষয়ক্ষতির কথা এখনও স্বীকার করেনি ইহুদিবাদী ইসরাইল।

উত্তর গাজায় গত কয়েক সপ্তাহের ইসরাইলি ভয়াবহ আগ্রাসনের মুখে নিজেদের অভিযানের মাত্রা বাড়িয়ে দিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। উত্তর গাজায় গত কয়েক সপ্তাহে অন্তত ১,০০০ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল।

এই নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি পাশবিক গণহত্যায় ৪৩ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। হতভাগ্য এসব মানুষের বেশিরভাগ নারী ও শিশু।

এর আগে ইহুদিবাদী সেনাবাহিনী স্বীকার করেছে, গত অক্টোবর মাসে গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে তাদের ৬২ সেনা নিহত হয়েছে। গাজা যুদ্ধে একমাসে নিহতের দিক দিয়ে এটি ইসরাইলি সেনাদের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এর আগে গত বছরের ডিসেম্বরে গাজায় ১১০ ইসরাইলি সেনা নিহত হয়েছিল।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ