তুরস্কের ইস্তাম্বুল রুটে ফ্লাইট বাড়িয়েছে ইরানের এয়ারলাইন্সগুলো
(last modified Sun, 03 Nov 2024 05:45:25 GMT )
নভেম্বর ০৩, ২০২৪ ১১:৪৫ Asia/Dhaka
  • তুরস্কের ইস্তাম্বুল রুটে ফ্লাইট বাড়িয়েছে ইরানের এয়ারলাইন্সগুলো

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমানগুলোকে ইউরোপের গন্তব্যে পৌঁছানোর ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করার পর তুরস্কের ইস্তাম্বুল শহরে বিমানের ফ্লাইট বাড়িয়েছে ইরান। 

অক্টোবর মাসের মাঝামাঝি ইউরোপীয় ইউনিয়ন ইরানের এয়ারলাইন্সগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে ইউরোপগামী সমস্ত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় ইরান। 

ইরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ চালানদারি গতকাল (শনিবার) জানান, তেহরান ও ইস্তাম্বুলের মধ্যকার ফ্লাইট উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। গত দুই সপ্তাহে তেহরান ও ইস্তাম্বুলের মধ্যে ৭৪ হাজারের বেশি যাত্রী যাতায়াত করেছে। এ সময় ইরানের দশটি এয়ারলাইন্স ৩৬৬টি ফ্লাইট ব্যবহার করেছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে যাত্রী পরিবহনের ক্ষেত্রে ইরান এয়ার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চালানদারি জানান, বর্তমানে ইরানের যাত্রীরা ইউরোপের গন্তব্যে পৌঁছানোর জন্য ইস্তাম্বুল ও দুবাইয়ের কানেকশন ফ্লাইট ব্যবহার করছেন। এক্ষেত্রে তারা এমিরেটস এবং টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলোই প্রধানত ব্যবহার করছেন। এজন্য বিমানবন্দরের কার্যক্রমে ভাটা পড়েনি।

সাঈদ চালানদারি জানান, ইরান এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যকার সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বেশ কিছু বিদেশি এয়ারলাইন্স ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফ্লাইট স্থগিত করেছে। টার্কিশ এয়ারলাইন্স এবং এমিরেটসও তাদের ফ্লাইট স্থগিত করেছিল তবে গত দুইদিন থেকে আবার চালু করেছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩

 

ট্যাগ