হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে নেভাটিম বিমানবন্দরে হামলা চালালো ইয়েমেন
(last modified Sat, 09 Nov 2024 07:36:14 GMT )
নভেম্বর ০৯, ২০২৪ ১৩:৩৬ Asia/Dhaka
  • ইয়াহিয়া সারি
    ইয়াহিয়া সারি

ইহুদিবাদী ইসরাইলের নেভারটিম বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেন। 

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল (শুক্রবার) জানান, নজিরবিহীনভাবে এই অভিযান সফল হয়েছে এবং কার্যকরভাবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইয়েমেনের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা সাবা এ খবর দিয়েছে।

জেনারেল সারি জানান, ইয়েমেনের সামরিক বাহিনী গতকাল আবারো একটি মার্কিন নির্মিত এমকিউ-নাইন ড্রোন ভূপাতিত করেছে। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর এ নিয়ে আমেরিকার ১২টি ড্রোন ভূপাতিত করল। 

জেনারেল সারি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যতক্ষণ তাদের বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধ না করবে, ততক্ষণ ইয়েমেন থেকে দখলদার শক্তির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।