মার্কিন বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ারে ইয়েমেনি হামলা
(last modified Wed, 13 Nov 2024 05:03:37 GMT )
নভেম্বর ১৩, ২০২৪ ১১:০৩ Asia/Dhaka
  • ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দু\'টি ক্ষেপণাস্ত্রের দৃশ্য
    ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দু\'টি ক্ষেপণাস্ত্রের দৃশ্য

আরব সাগর ও লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোর বিরুদ্ধে দু’টি উল্লেখযোগ্য সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের বিরুদ্ধে ধারাবাহিক ইঙ্গো-মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এসব হামলার ঘোষণা দিয়ে বলেছেন, আরব সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর প্রথম হামলাটি চালানো হয়। এ হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। 

অভিযানটি সফল হয়েছে এবং এর মাধ্যমে ইয়েমেনের বিরুদ্ধ মার্কিন হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানান সারিয়ি। তিনি বলেন, অপর অভিযানে লোহিত সাগরে মোতায়েন দু’টি মার্কিন ডেস্ট্রয়ারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে টার্গেট করা হয়। এই অভিযানেরও লক্ষ্য অর্জিত হয়েছে জানিয়ে জেনারেল সারিয়ি বলেন, আট-ঘণ্টা সময় ধরে এসব অভিযান চালানো হয়েছে।

লোহিত সাগর অঞ্চলকে সামরিকীকরণের জন্য আমেরিকা ও ব্রিটিশ শত্রুদের দায়ী করে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, এর ফলে এই অঞ্চলের স্বাভাবিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। তিনি আরো বলেন, ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো-মার্কিন বাহিনী যেসব হামলা চালিয়েছে তার জবাব দিতেই তাদের অভিযান পরিচালিত হয়েছে এবং আন্তর্জাতিক আইনে এ অভিযান সম্পূর্ণ বৈধ।

জেনারেল সারিয়ি প্রত্যয় ব্যক্ত করে বলেন, যতদিন ইসরাইল গাজায় গণহত্যা বন্ধ করে এই উপত্যকার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না করবে ততদিন ইয়েমেনের সামরিক অভিযান চলবে। #

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।