‘এটাই তার একমাত্র যোগ্যতা’
ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে জনসনের বক্তব্যের নিন্দা জানালো রাশিয়া
ইউক্রেনে সেনা পাঠানো হতে পারে বলে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসন যে বক্তব্য দিয়েছেন তার কড়া সমালোচনা ও নিন্দা করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে উদ্দীপনা সৃষ্টি করে চলেছেন এবং ইউক্রেনের সাথে যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে তাতে বাধা দিচ্ছেন।
গতকাল (মঙ্গলবার) একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বরিস জনসন বলেন, “আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। যদি এমনটি ঘটে তাহলে আমরা ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠাবো।”
এ সম্পর্কে জাকারোভা বলেন, ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর জনসন সবসময় যুদ্ধের উসকানি দিয়ে চলেছেন এবং এটাই হচ্ছে তার একমাত্র যোগ্যতা।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৩