বর্ণবাদী ও সম্প্রসারণবাদী পদক্ষেপ
পশ্চিম তীর দখলে ইসরাইলি মন্ত্রীর আহ্বান, ইরানের নিন্দা
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর পুরোপুরি ইসরাইলের সাথে যুক্ত করে নেয়ার ব্যাপারে ইহুদিবাদী অর্থমন্ত্রী বিজালেল স্মোট্রিস যে আহ্বান জানিয়েছেন তার কঠোর নিন্দা ও সমালোচনা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গতকাল (বুধবার) বলেছেন, পশ্চিম তীর যুক্ত করার আহ্বান ইসরাইলের আরেকটি বর্ণবাদী ও সম্প্রসারণবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। ইসরাইল যে আগ্রাসী শক্তি এই আহবানের মধ্য দিয়ে তা আবারো পরিষ্কার হলো।
সোমবার ইসরাইলের অর্থমন্ত্রী জানান, তিনি পশ্চিম তীরকে ইসরাইলের সাথে যুক্ত করার জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে পশ্চিম তীরের উপর সার্বভৌমত্ব কায়েম করবে ইসরাইল।
জবাবে এক লিখিত বিবৃতিতে ইরানি মুখপাত্র বলেন, ফিলিস্তিনকে ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসেবে ইহুদিবাদীরা ফিলিস্তিনি ভূখণ্ড ক্রমাগত দখল করে চলেছে যা গত বছরে সবচেয়ে নৃশংস উপায়ে বাস্তবায়িত হয়েছে।
ইসরাইলের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদান এবং যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মোকাবিলায় সংশ্লিষ্ট সকল সরকারের আইনি ও নৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন বাকায়ি।#
পার্সটুডে/এসআইবি/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।