হিজবুল্লাহর পাল্টা হুঁশিয়ারি
নতুন স্থল অভিযানে ইসরাইলের ক্ষয়ক্ষতি হবে আরো ব্যাপক
লেবাননে ইহুদিবাদী ইসরাইল তার স্থল অভিযানের দ্বিতীয় পর্ব শুরু করার যে ঘোষণা দিয়েছে তার প্রতিক্রিয়ায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, দখলদার সেনারা দ্বিতীয় পর্বে প্রথমবারের চেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হবে।
হিজবুল্লাহ শনিবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে বলে জানিয়েছে কাতারের আল-জাযিরা নিউজ চ্যানেল। বিবৃতিতে বলা হয়েছে, দ্বিতীয় দফা অভিযানে ইহুদিবাদী শত্রু আরো বেশি হতাশা ও ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে।
বিবৃতিতে আরো বলা হয়, গত সেপ্টেম্বরে দক্ষিণ লেবাননে ইসরাইল তার স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত ১০০ দখলদার সেনা নিহত ও কয়েক হাজার ইসরাইলি সেনা আহত হয়েছে।
হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলকে তার লক্ষ্য অর্জনে বাধা দিতে এবং লেবাননের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিয়েছে প্রতিরোধ আন্দোলন।
ইহুদিবাদী ইসরাইলি বাহিনী গতকাল (মঙ্গলবার) লেবাননে তাদের স্থল অভিযানের দ্বিতীয় পর্ব শুরু করার ঘোষণা দিয়েছে। ইসরাইলি দৈনিক মাআরিভ জানিয়েছে, হিজবুল্লাহর ওর চাপ সৃষ্টি করে এই সংগঠনকে যুদ্ধবিরতির আলোচনায় বসতে বাধ্য করার জন্য এ অভিযান চালানো হবে।
ইহুদিবাদী ইসরাইল গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার একই সময়ে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চায়। কিন্তু হিজবুল্লাহ স্পষ্টভাবে জানিয়েছে, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এই সংগঠন যুদ্ধে জড়িয়েছে এবং গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হবে না।#
পার্সটুডে/এমএমআই/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।