আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
আল্লামা নায়িনীর প্রস্তাবিত সরকার কাঠামোকেই আজ ইসলামী প্রজাতন্ত্র বলা হয়: আয়াতুল্লাহ খামেনেয়ী
-
আয়াতুল্লাহ খামেনেয়ী
পার্সটুডে- আল্লামা মির্জা নায়িনী (রহ.) আন্তর্জাতিক সম্মেলনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর বক্তব্য প্রকাশ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে কোম শহরে আয়োজিত সম্মেলনে এটি প্রকাশ করা হয়। গতকাল বুধবার (২২ অক্টোবর) সম্মেলনের আয়োজক কমিটির সদস্যরা ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করেন এবং এই বৈঠকে সর্বোচ্চ নেতা যেসব বক্তব্য দিয়েছেন সেটাই আজ সম্মেলন কেন্দ্রে প্রকাশ করা হয়।
আয়াতুল্লাহ খামেনেয়ী আল্লামা নায়িনীকে নাজাফের ঐতিহ্যবাহী ইসলামি কেন্দ্রের অন্যতম প্রভাবশালী আলেম ও আধ্যাত্মিক স্তম্ভ হিসেবে উল্লেখ করে বলেন, "ইলমে উসূল (ইসলামী আইনতত্ত্ব)-এ তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল বিষয়টিকে এক সুশৃঙ্খল ও গভীর চিন্তার ভিত্তিতে উপস্থাপন করা, যেখানে তিনি অসংখ্য নতুন ধারণা ও বিশ্লেষণ তুলে ধরতেন।”
তিনি আরও বলেন" ,আল্লামা নায়িনীর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাঁর রাজনৈতিক চিন্তাধারা, যা তাঁর অমূল্য অথচ অবহেলিত গ্রন্থ ‘তানবিহুল উম্মাহ’-তে প্রতিফলিত হয়েছে।”
আয়াতুল্লাহ খামেনেয়ী ব্যাখ্যা করেন, আল্লামা নায়িনীর রাজনৈতিক ভাবনায় ইসলামী নেতৃত্বের (বেলায়েতের) ভিত্তিতে সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়টি ছিল। তাঁর মতে, সরকার এবং এর কর্মকর্তারা জনগণের তত্ত্বাবধান ও জবাবদিহিতার আওতাভুক্ত থাকবে। এজন্য জনগণের ভোটে নির্বাচিত একটি সংসদ থাকা উচিত, যা আইন প্রণয়ন ও সরকারের ওপর নজরদারি করবে। তবে সেই সংসদের আইনগুলো তখনই বৈধ হবে, যখন তা আলেম ও ফকিহদের অনুমোদন পাবে।”
তিনি বলেন, "একটি ইসলামী ও গণমুখী সরকার প্রতিষ্ঠর বিষয়ে আল্লামা নায়িনীর প্রস্তাবিত এই কাঠামো আজকের পরিভাষায় মূলত ‘ইসলামী প্রজাতন্ত্র’-এরই সমতুল্য।”
আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেন, "আল্লামা নায়িনী নিজ হাতে ‘তানবিহুল উম্মাহ’ গ্রন্থটি প্রত্যাহার করেছিলেন, কারণ তিনি ও নাজাফের আলেমরা যে ‘মাশরুতিয়াত’ (সাংবিধানিক আন্দোলন) সমর্থন করেছিলেন, তা ছিল ন্যায়বিচার প্রতিষ্ঠা ও স্বৈরাচার উৎখাতের জন্য। কিন্তু ইংরেজদের প্রভাবে ইরানে যে তথাকথিত সাংবিধানিক শাসন প্রতিষ্ঠিত হয়, তা ছিল বিকৃত ও বিভাজনমূলক, যার পরিণতিতে শেখ ফজলুল্লাহ নূরী (রহ.)-এর মতো আলেমকে ফাঁসিতে ঝুলতে হয়।”
বৈঠক শেষে ইরানের ইসলামী কেন্দ্রগুলোর পরিচালক আয়াতুল্লাহ আলিরেজা আরাফি সম্মেলনের আয়োজন ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন।#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।