পশ্চিম তীর দখল করলে ইসরাইল মার্কিন সমর্থন হারাবে: ট্রাম্প
-
পশ্চিম তীর দখল করলে ইসরাইল মার্কিন সমর্থন হারাবে: ট্রাম্প
পার্সটুডে-মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন: পশ্চিম তীর দখল হবে না, দখল করলে ইসরাইল মার্কিন সমর্থন হারাবে।
আল-আলম নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন: পশ্চিম তীর দখল হবে না কারণ আমি আরব দেশগুলোকে প্রতিশ্রুতি দিয়েছি যে এটি ঘটবে না। যদি ইসরাইল পশ্চিম তীর দখল করে তাহলে তারা মার্কিন সমস্ত সমর্থন হারাবে।
তিনি আরও বলেন: নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে পারতেন এবং যুদ্ধ বছরের পর বছর ধরে চলতে পারতো, কিন্তু আমি তা থামিয়ে দিয়েছি। গাজায় যুদ্ধ শেষ হয়ে গেছে এবং নেতানিয়াহুকে চুক্তি মেনে নিতে হবে।
ট্রাম্প আরও বলেন: আমি নেতানিয়াহুকে বলেছি: আপনি পুরো বিশ্বের সাথে যুদ্ধে যেতে পারবেন না। আপনি ব্যক্তিগতভাবে যুদ্ধ শুরু করতে পারেন এবং পুরো বিশ্ব আপনার বিরুদ্ধে থাকবে।
মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন: "ইসরাইলের জন্য আমি যত কাজ করেছি, তার মধ্যে রয়েছে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর, গোলান এবং আব্রাহাম চুক্তিকে স্বীকৃতি দেওয়া। আমি আর নেতানিয়াহুর কোনও বিরোধিতা সহ্য করতে পারবো না।
দোহার বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন সম্পর্কে তিনি বলেন: কাতারে আক্রমণ করে নেতানিয়াহু একটি কৌশলগত ভুল করেছেন। কাতারের ওপর ইসরাইলের আক্রমণ এতটাই অদ্ভুত ছিল যে এটি সকলকে যার যার প্রয়োজনীয় কাজ করতে বাধ্য করেছে।
যুদ্ধের পর গাজা পরিচালনার জন্য মারওয়ান বারগুসির মুক্তি সম্পর্কে ট্রাম্প বলেন: আমি এ বিষয়ে সিদ্ধান্ত নেব।
হামাস আন্দোলনকে নিরস্ত্রীকরণ সম্পর্কে তিনি বলেন: যদি হামাস যুদ্ধবিরতি চুক্তি মেনে না চলে, তাহলে তারা একটি বড় অতল গহ্বরে আটকা পড়বে। যদি হামাস তাদের অস্ত্র সমর্পন না করে, তাহলে আমরা ব্যবস্থা নেব; তবে হামাস এতে সম্মত হয়েছে।
উপসংহারে, ট্রাম্প উল্লেখ করেন: গাজা উপত্যকার পুনর্গঠন পরিকল্পনায় এ অঞ্চলে আমাদের অংশীদারদের সাথে অংশ নিতে আমি শীঘ্রই গাজা ভ্রমণ করব।#
পার্সটুডে/এনএম/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।