মার্কিন আগ্রাসন ঠেকাতে ৫,০০০ রুশ ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে ভেনেজুয়েলা: মাদুরো
https://parstoday.ir/bn/news/event-i153324-মার্কিন_আগ্রাসন_ঠেকাতে_৫_০০০_রুশ_ক্ষেপণাস্ত্র_প্রস্তুত_রেখেছে_ভেনেজুয়েলা_মাদুরো
মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় ভেনেজুয়েলার কাছে রাশিয়ার তৈরি ভূমি-থেকে-আকাশে নিক্ষেপযোগ্য ৫ হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
(last modified 2025-10-23T12:11:08+00:00 )
অক্টোবর ২৩, ২০২৫ ১৮:০৭ Asia/Dhaka
  •  নিকোলাস মাদুরো
    নিকোলাস মাদুরো

মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় ভেনেজুয়েলার কাছে রাশিয়ার তৈরি ভূমি-থেকে-আকাশে নিক্ষেপযোগ্য ৫ হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

বুধবার এক বক্তব্যে মাদুরো বলেন, “আমাদের কাছে শান্তি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা অবস্থানে কমপক্ষে ৫,০০০ ক্ষেপণাস্ত্র রয়েছে।” তিনি রাশিয়ার ম্যান-পোর্টেবল ভূমি-থেকে-আকাশে নিক্ষেপযোগ্য ‘ইগলা-এস’ ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেন।

মাদুরো এমন সময় এই ঘোষণা দিলেন যখন ওয়াশিংটন ক্যারিবিয় অঞ্চলে স্টেলথ যুদ্ধবিমান ও নৌ-জাহাজ মোতায়েন করেছে।  ওই অভিযান চলাকালীন মার্কিন বাহিনী ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে বেশ কয়েকটি জাহাজ ধ্বংস করেছে।

মাদুরো যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে তার 'সরকার উৎখাতের উদ্দেশ্যে সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি' হিসেবে আখ্যা দেন। ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই তার সরকারকে 'মাদক কার্টেল পরিচালনা'র অভিযোগে অভিযুক্ত করে আসছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আরও জানান, নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান শনাক্ত করতে সক্ষম এমন এই ক্ষেপণাস্ত্রগুলো সাম্প্রতিক সামরিক মহড়ার অংশ ছিল, যা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির জবাবে পরিচালিত হয়েছে। এই পদক্ষেপ লাতিন আমেরিকার বহু দেশে ক্ষোভের জন্ম দিয়েছে।

ক্যারিবিয় সাগর ও ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আগস্ট মাসে শুরু হয়, যেখানে অংশ নিচ্ছে বেশ কয়েকটি ডেস্ট্রয়ার, অ্যান্টি-সাবমেরিন বিমান, যুদ্ধজাহাজ, পারমাণবিক সাবমেরিন এবং এফ-৩৫ স্কোয়াড্রন।

এর পর থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী একাধিক জাহাজে হামলা চালিয়ে ডজনখানেক ভেনেজুয়েলীয় নাগরিককে হত্যা করেছে। যুক্তরাষ্ট্র দাবি করছে, তারা মাদক পাচারকারী ছিল; তবে কারাকাস এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

এদিকে, পেন্টাগন কংগ্রেসকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র বর্তমানে 'লাতিন আমেরিকার মাদক কার্টেলগুলোর সঙ্গে সশস্ত্র সংঘাতে' রয়েছে এবং পাচারকারীদের 'অবৈধ যোদ্ধা' হিসেবে অভিহিত করেছে। আইন বিশেষজ্ঞরা এসব হত্যা 'বেআইনি' বলে অভিহিত করেছেন, এমনকি যদি লক্ষ্যবস্তু সত্যিই পাচারকারীও হয়।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক বিবাদের পর আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ায়, কলম্বিয়া তাদের রাষ্ট্রদূতকে ওয়াশিংটন থেকে প্রত্যাহার করেছে। ট্রাম্প দাবি করেছিলেন যে, যুক্তরাষ্ট্রের অভিযান সমুদ্রপথে মাদক পাচার 'বেশি মাত্রায় কমিয়ে এনেছে' এবং স্থলভাগেও হামলার জন্য প্রস্তুত রয়েছে।

এদিকে, ‘নাইট স্টকার’ নামে পরিচিত মার্কিন এলিট হেলিকপ্টার ইউনিট ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্ট ক্যারিবিয় অঞ্চলে বৃহৎ মার্কিন সামরিক মোতায়েনের অংশ হিসেবে ভেনেজুয়েলার উপকূলে অপারেশন চালাচ্ছে। এই সামরিক উপস্থিতিতে বি-৫২ বোমারু ও এফ-৩৫ জেটও রয়েছে।

মাদুরোর সরকারকে চাপে রাখতে গোয়েন্দা অপারেশনের অনুমোদন দিয়েছেন ট্রাম্প। এর জবাবে কারাকাস বলেছে, “শাসন পরিবর্তনের কোনো প্রশ্নই আসে না।”

বিশ্লেষকরা মনে করেন, মাদুরোর পতন ঘটানোর লক্ষ্যে ‘সতর্কভাবে ক্যালিব্রেট করা সামরিক বার্তা’ প্রচারের অংশ হিসেবে এই সামরিক তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন। অভ্যন্তরীণ সামরিক অভ্যুত্থান, মার্কিন নেতৃত্বে হামলা অথবা যুক্তরাষ্ট্রের অনুকূলে আলোচিত সমাধানের মাধ্যমে মাদুরোর পতন ঘটাতে চাইছে তারা। এই আগ্রাসনের সম্ভাবনায় ভেনেজুয়েলার প্রতিবেশী লাতিন আমেরিকার দেশগুলো হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা বলছে, বৈদেশিক হস্তক্ষেপ পুরো অঞ্চলটিকে অস্থিতিশীল করে তুলতে পারে।#

পার্সটুডে/এমএআর/২৩