পেজেশকিয়ান: ইরান-ইরাক রেল সংযোগ অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে
https://parstoday.ir/bn/news/world-i153292-পেজেশকিয়ান_ইরান_ইরাক_রেল_সংযোগ_অর্থনৈতিক_সম্পর্ককে_শক্তিশালী_করবে
পার্সটুডে – ইরানের প্রেসিডেন্ট ইরান ও ইরাকের রেল পরিবহন নেটওয়ার্কের সংযোগকে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য একটি প্রধান অক্ষ বলে অভিহিত করেছেন এবং এই কৌশলগত প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর ওপর জোর দিয়েছেন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
অক্টোবর ২২, ২০২৫ ১৮:৫৭ Asia/Dhaka
  •  পেজেশকিয়ান: ইরান-ইরাক রেল সংযোগ অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে

পার্সটুডে – ইরানের প্রেসিডেন্ট ইরান ও ইরাকের রেল পরিবহন নেটওয়ার্কের সংযোগকে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য একটি প্রধান অক্ষ বলে অভিহিত করেছেন এবং এই কৌশলগত প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

পার্সটুডে অনুসারে,ইরনার বরাত দিয়ে মঙ্গলবার তেহরানে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আরাজির সাথে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুই দেশের মধ্যে বিশেষ সুবিধাপ্রাপ্ত সম্পর্কের কথা উল্লেখ করে ইরান ও ইরাকি রেল নেটওয়ার্কের সংযোগকে সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেন, "এই প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা কেবল দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করবে না, বরং এই অঞ্চলের অর্থনৈতিক সম্পর্ককেও প্রসারিত করবে।" ইসলামি বিশ্বে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন,  "যখন ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হবে তখন এই অঞ্চলের জাতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের ষড়যন্ত্র সফল হবে না।" ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আরাজি আরও বলেছেন যে "ইরান ও ইরাকের নিরাপত্তা অবিচ্ছেদ্য," দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির প্রতি ইরাকের আনুগত্যের উপর জোর দিয়ে এবং রেল সংযোগকে দুই দেশের মিলনের জন্য একটি কৌশলগত পরিকল্পনা বলে অভিহিত করেছেন।

গাজায় ২ ইহুদিবাদী বন্দির মৃতদেহ গ্রহণ করেছে ইসরায়েলি শাসক গোষ্ঠী

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে যে ইসরায়েল ২ বন্দীর মৃতদেহ গ্রহণ করেছে। বিবৃতিতে বলা হয়েছে যে মৃতদেহগুলো গাজা উপত্যকার অভ্যন্তরে ইসরায়েলি সেনাবাহিনী এবং শিন বেট নিরাপত্তা পরিষেবার কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসরায়েলি নিরাপত্তা পরিষদের প্রধানকে বরখাস্ত করা হয়েছে

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি নিরাপত্তা পরিষদের প্রধান জাচি হানেগবিকে অপসারণ করেছেন। হানেগবি ব্যাখ্যা করেছেন,  নেতানিয়াহু আমাকে বলেছেন যে তিনি আমাকে বরখাস্ত করেছেন। তিনি বলেন, ২০২৩ সালে ৭ অক্টোবর লজ্জাজনক ব্যর্থতার একটি ব্যাপক তদন্ত করা উচিত।

রাশিয়া ব্যক্তিগতভাবে ইউক্রেনের সাথে শান্তির জন্য মার্কিন শর্তাবলী পাঠিয়েছিল

দুই মার্কিন কর্মকর্তা এবং বিষয়টির সাথে পরিচিত দুজন ব্যক্তির মতে রাশিয়া গত সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি ব্যক্তিগত চিঠিতে শান্তি চুক্তির জন্য তার দীর্ঘস্থায়ী শর্তগুলো পুনর্ব্যক্ত করেছে। একজন কর্মকর্তার মতে, চিঠিটি দীর্ঘ বিতর্কিত পূর্ব ডনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য মস্কোর দাবি পুনর্ব্যক্ত করেছে যা কার্যকরভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি এবং যুদ্ধবিরতির আহ্বানের প্রতিধ্বনি। গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে তিনি তাদের প্রত্যাখ্যান করেছেন।

জাতিসংঘ বিশেষজ্ঞ: ভেনেজুয়েলায় মার্কিন হামলা বিচারবহির্ভূত মৃত্যুদণ্ডের সমান

জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞদের একটি দল মঙ্গলবার বলেছে যে আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার ওপর মার্কিন হামলা উত্তেজনার একটি বিপজ্জনক বৃদ্ধি এবং "বিচারবহির্ভূত মৃত্যুদণ্ড" এর সমান। বিশেষজ্ঞরা আরও বলেছেন যে ওয়াশিংটনের আক্রমণ ভেনেজুয়েলার সার্বভৌমত্ব এবং আমেরিকার "মৌলিক আন্তর্জাতিক বাধ্যবাধকতা" লঙ্ঘন করে যে তারা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে বা সামরিক শক্তি ব্যবহার করার হুমকি না দেয়।

মার্কিন সিনেটররা পশ্চিম তীর দখলের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন

৪০ জনেরও বেশি ডেমোক্র্যাটিক সিনেটর মার্কিন প্রেসিডেন্টকে অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ দখলের জন্য ইসরায়েলি শাসক গোষ্ঠীর যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে জনসমক্ষে দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন।

নাইম কাসেম: আমাদের বিরুদ্ধে হুমকি অর্থহীন এবং সময়ের অপচয়

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম মঙ্গলবার বলেছেন যে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর লক্ষ্য অর্জিত হয়নি। ইহুদিবাদী ইসরায়েলকে উদ্দেশ্য করে নাইম কাসেম জোর দিয়ে বলেছেন,  আমাদের বিরুদ্ধে হুমকির কোনও প্রভাব নেই এবং সময়ের অপচয়। হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ সমস্যার সমাধান করবে না। নাইম কাসেম মার্কিন সরকারকে সম্বোধন করে বলেন: লেবাননের শক্তিশালী অবস্থান গ্রহণ এবং এটিকে বৃহত্তর ইসরায়েলের অংশ করার জন্য হুমকি কোনো কাজে আসবে না। ইসরায়েলকে নিয়ন্ত্রণ করেই লেবাননের স্থিতিশীলতা অর্জন করা হবে। শারম আল-শেখে ট্রাম্প যে অঙ্গভঙ্গি করেছিলেন তা শান্তির অঙ্গভঙ্গি নয়।#

পার্সটুডে/এমবিএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।