পাশ্চাত্যের দ্বিমুখী নীতিন সমালোচনা করলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট শিনা আনসারী
পরিচ্ছন্নতা প্রযুক্তি খাতে ইরানের ওপর নিষেধাজ্ঞা পরিবেশ রক্ষায় পশ্চিমাদের সদিচ্ছার অভাবের প্রমাণ
পার্স-টুডে- ইরানের পরিবেশ সুরক্ষা বিষয়ক সংস্থার প্রধান শিনা আনসারী বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত কপ-২৯ শীর্ষক শীর্ষ বৈঠকে ইসলামী ইরান সেইসব একতরফা ও অন্যায্য নিষেধাজ্ঞাগুলোর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করেছে যেগুলো পরোক্ষভাবে ইরানের প্রাকৃতিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব রাখছে।
আযারবাইজানের রাজধানী বাকুতে আবহাওয়া পরিবর্তন বিষয়ক বার্ষিক সম্মেলন তথা কপ-২৯-এ অংশ নিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সংস্থার প্রধান শিনা আনসারী। ১১ নভেম্বরে শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে ২২ নভেম্বরে। এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ১৯৯২ সালে আবহাওয়া পরিবর্তন বিষয়ক জাতিসংঘের কনভেনশনে স্বাক্ষর করেছে। ইরানের ভাইস প্রেসিডেন্ট শিনা আনসারী বাকুতে বলেছেন, ইরান আবহাওয়ার পরিবর্তন বিষয়ক কনভেনশনের সদস্য এবং এ বিষয়ে অনেক ভালো পদক্ষেপ নিয়েছে, কিন্তু পাশ্চাত্যের নানা নিষেধাজ্ঞা ইরানের পরিবেশ সুরক্ষার বিষয়ে নানা সমস্যা সৃষ্টি করেছে।
পরিচ্ছন্নতা বিষয়ক বা পরিবেশ দূষণ রোধ বিষয়ক নতুন নতুন প্রযুক্তি খাতে ইরানের ওপর নিষেধাজ্ঞাগুলোকে অবিচারপূর্ণ বলে মন্তব্য করে তিনি বলেছেন, ইরানের ওপর এসব নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়া না হলে আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত কনভেনশন মেনে চলার প্রত্যাশা অযৌক্তিক। কার্বন উৎপাদন কমিয়ে আনা ও গ্রিন হাউস গ্যাস ছড়িয়ে পড়া কমিয়ে আনা এই কনভেনশনের অন্যতম লক্ষ্য। কিন্তু ইসলামী ইরান অবৈধ মার্কিন নিষেধাজ্ঞার কারণে এ সংক্রান্ত নানা প্রযুক্তি ও অর্থ সম্পদ থেকেও বঞ্চিত হচ্ছে।
২০২১ সাল জাতিসংঘের আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে ইরানের প্রতিনিধি বলেছিলেন তার দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়া না হলে তেহরান প্যারিস চুক্তিতে যোগ দেবে। তেহরান অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলোকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে মনে করে যা দেশটির উন্নয়নে বাধা সৃষ্টি করছে। ইরান আবহাওয়া বিষয়ক ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখতে পারছে না পশ্চিমা দেশগুলোর বাধার কারণেই। অথচ পরিচ্ছন্ন পরিবেশের সুফলগুলো ভোগ করা প্রত্যেক দেশের ন্যায্য অধিকার। জ্বালানী উৎপাদক দেশ হিসেবে ইরানে পরিবেশ সুরক্ষার বিষয়টি অত্যন্ত প্রকট। #
পার্সটুডে
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।