আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি
‘আগ্রাসনের প্রতিশোধ নিতে প্রতিরোধ ফ্রন্ট শত্রুদের বেদনাদায়ক আঘাত করবে’
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যেকোনো আগ্রাসনের প্রতিশোধ নেবে প্রতিরোধ ফ্রন্ট। তিনি আরো বলেন, যদি শত্রুরা মুসলমানদের সাথে বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে তারা বেদনাদায়ক জবাব পাবে।
আজ (বৃহস্পতিবার) রাজধানী তেহরানে কম্ব্যাট সিকিউরিটি মহড়া উপলক্ষে আইআরজিসি’র সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় এ কথা বলেন জেনারেল সালামি।
মুসলমানদের জন্য ইরানি জনগণের ত্যাগ, তিতীক্ষা এবং দৃঢ়তা ও প্রতিশ্রুতির প্রশংসা করেন ইরানের এই জেনারেল। তিনি বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিগুলো ইরানের দৃঢ়তার কাছে টিকতে পারবে না। তিনি আরো বলেন, একটি ঐতিহাসিক সংঘাতে জড়ানোর জন্য বর্তমান সময়ে বিশ্বের সমস্ত শয়তানি শক্তি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে।
বিশ্বের সবচেয়ে আধুনিক সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের সহযোগিতায় এগিয়ে এসেছে উল্লেখ করে জেনারেল সালামি বলেন, সত্যিকার এবং ঐতিহাসিক একটি সংঘাত শুরু হতে যাচ্ছে। কিন্তু শত্রুরা হেরে যাবে; তারা মুসলিমদের মোকাবেলায় টিকতে পারবে না।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৪