সুইডেনের অভিযোগ: তেহরান-স্টকহোম সম্পর্কের পরিবেশকে বিষিয়ে তুলেছে
পার্সটুডে-স্টকহোমে ইরানের দূতাবাস ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সুইডিশ নাগরিকদের প্ররোচিত করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
সুইডেনে ইরানি দূতাবাস এক বার্তায় বলেছে কোরান পোড়ানোর প্রতিশোধ নিতে সুইডিশ নাগরিকদের প্ররোচিত করার অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন। সুইডিশ প্রসিকিউটর অফিস দাবি করেছে ২০২৩ সালে ইরানের গোয়েন্দা সংস্থা একটি এসএমএস অপারেটর হ্যাক করেছে। ওই এসএমএসের সাহায্যে তারা কোরান পোড়ানোর ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে লোকদের উত্সাহিত করার চেষ্টা করেছিল। পার্সটুডে আরও জানায়, স্টকহোমে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস ওই ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে: স্টকহোমের এইসব অভিযোগ উত্থাপন এবং মিডিয়াতে সেসব মিথ্যাচার প্রচারের ঘটনায় দু'দেশের মধ্যকার সম্পর্কের পরিবেশকে বিষাক্ত করে তুলবে।
স্টকহোমে ইরানের দূতাবাস সুইডিশ সরকারের সরকারী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অভিযোগের পথ রোধ করা। পবিত্র কোরআন অবমাননাকারীদের ব্যাপারে সুইডিশ বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে এ ধরনের অভিযোগ যেন সেই প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে না পারে।#
পার্সটুডে/এনএম/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।