ভারতের ৫১ তম প্রধান বিচারপতি হলেন সঞ্জীব খান্না
https://parstoday.ir/bn/news/event-i143650-ভারতের_৫১_তম_প্রধান_বিচারপতি_হলেন_সঞ্জীব_খান্না
আজ (সোমবার) সকালে রাষ্ট্রপতি ভবনে গিয়ে শপথবাক্য পাঠ করেন তিনি। দেশের নতুন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১১, ২০২৪ ১২:২৪ Asia/Dhaka
  • ভারতের ৫১ তম প্রধান বিচারপতি হলেন সঞ্জীব খান্না

আজ (সোমবার) সকালে রাষ্ট্রপতি ভবনে গিয়ে শপথবাক্য পাঠ করেন তিনি। দেশের নতুন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রবিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়। তার পরেই সোমবার নতুন প্রধান বিচারপতি হলেন তিনি। তবে প্রধান বিচারপতির জন্য বরাদ্দ বাংলো ব্যবহার করবেন না বলে জানিয়ে দিয়েছেন সঞ্জীব খান্না।

সোমবার রাষ্ট্রপতি ভবনে প্রধান বিচারপতি শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছিলেন এদিনের অনুষ্ঠানে। ছিলেন বিদায়ী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করা হয়। তারপর ২৪ অক্টোবর সেই প্রস্তাবে সম্মতি দেয় কেন্দ্রীয় সরকার। অবশেষে ১১ নভেম্বর প্রধান বিচারপতি পদে শপথ নিলেন সঞ্জীব।

আগামী সাত মাসের জন্য প্রধান বিচারপতি পদে থাকবেন সঞ্জীব। ২০২৫ সালের ১৩ মে তিনি অবসর নেবেন। প্রধান বিচারপতির জন্য বরাদ্দ বাংলো ব্যবহার করবেন না বলে জানিয়ে দিয়েছেন সঞ্জীব খান্না।#

পার্সটুডে/জিএআর/১১