ইসরাইল ছাড়ছে বসতি স্থাপনকারীরা; দিন দিন বাড়ছে সংখ্যা
(last modified Tue, 12 Nov 2024 07:39:07 GMT )
নভেম্বর ১২, ২০২৪ ১৩:৩৯ Asia/Dhaka
  • ইসরাইল ছাড়ছে বসতি স্থাপনকারীরা; দিন দিন বাড়ছে সংখ্যা

অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের ইসরাইল ছাড়ার সংখ্যা দিন দিন বাড়ছে। ইসরাইলের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস বা সিবিএস-এর পরিসংখ্যান উদ্ধৃত করে গতকাল (সোমবার) এক প্রতিবেদনে ইসরাইলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট এই খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন ও চলমান গণহত্যামূলক যুদ্ধ শুরুর আগে থেকেই ইসরাইল ছাড়ার ঘটনা বেড়ে চলছিল।

একটি স্বাধীন নীতি গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করে শোরেশ ইনস্টিটিউশন। এই প্রতিষ্ঠানটি ইসরাইলের প্রাথমিক আর্থ-সামাজিক চ্যালেঞ্জগুলোর ওপর নজর রাখে। সিবিএসের তথ্যের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, অধিকৃত ভূখণ্ডের বাইরে বিশ্বের অন্যান্য অংশে বসবাস করাকে অনেকেই নিরাপদ মনে করছে। ফলে বসতি স্থাপনকারী ইহুদিদের ইসরাইল ছাড়ার সংখ্যা বেড়ে ৪২ শতাংশে দাঁড়িয়েছে।

প্রতিবেদন অনুসারে, ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান জোট ক্ষমতায় আসার কয়েক মাস পরে আইন বিভাগের সংস্কারের নামে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার আইন পাস করেন নেতানিয়াহু। এরপর ইসরাইল ছাড়ার ঘটনা দ্রুত বাড়তে থাকে।

আগের বছর যেখানে ১৭ হাজার ৫২০ জন ইসরাইল ছেড়েছিল, সেখানে চলতি বছরে ইসরাইল ছেড়েছে ২৪ হাজার ৯০০ জন।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।