ইরানের ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ
(last modified Fri, 15 Nov 2024 12:20:45 GMT )
নভেম্বর ১৫, ২০২৪ ১৮:২০ Asia/Dhaka
  • ইরানের ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ

মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের ২৬ ব্যক্তি, সংস্থা ও জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র  কুদস ফোর্স এবং ইয়েমেনের আনসারুল্লাহর সাথে সম্পর্কের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মার্কিন দাবি অনুযায়ী নিষেধাজ্ঞার তালিকায় যেসব ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে স্থান দেওয়া হয়েছে তারা 'আল-কাতেরজি' নামের একটি কোম্পানির সঙ্গে জড়িত ছিল। আর এই কোম্পানি চীন ও সিরিয়ার কাছে ইরানের তেল বিক্রির ক্ষেত্রে মধ্যস্থতা করে কুদস ফোর্স এবং ইয়েমেনের আনসারুল্লাহর জন্য কয়েক মিলিয়ন ডলার আয় করেছে।

মার্কিন অর্থ বিভাগের কর্মকর্তা ব্র্যাডলি স্মিথ দাবি করেছেন, 'ইরান এই অঞ্চলে তার অস্থিতিশীল কার্যকলাপ অব্যাহত রাখতে এবং সন্ত্রাসী নেটওয়ার্ককে সমর্থন করার জন্য আল-কাতারজি কোম্পানির মতো ব্যবসায়িক অংশীদারদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।'

আমেরিকা নিজে এই অঞ্চলে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতার মূল হোতা; নিজের অন্যায় উপস্থিতি ও অপকর্ম ঢাকা দিতে তারা ইরানকে দোষারোপ করে থাকে।

আমেরিকা ইরানের তেল বিক্রির নেটওয়ার্ক ভেঙে দেওয়ার চেষ্টা জোরদার করেছে বলে ওয়াশিংটন দাবি করেছে।#  

পার্সটুডে/এসএ/১৫ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।