দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত
https://parstoday.ir/bn/news/event-i143894-দূরপাল্লার_হাইপারসনিক_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_করল_ভারত
ভারত প্রথমবারের মতো দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একটি সফল পরীক্ষা চালিয়েছে। গতকাল (শনিবার) ওড়িশার উপকূলবর্তী এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এটির পরীক্ষা চালানো হয় বলে আজ (রোববার) জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।  
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১৭, ২০২৪ ১৩:২১ Asia/Dhaka
  • দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত

ভারত প্রথমবারের মতো দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একটি সফল পরীক্ষা চালিয়েছে। গতকাল (শনিবার) ওড়িশার উপকূলবর্তী এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এটির পরীক্ষা চালানো হয় বলে আজ (রোববার) জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।  

এই ঘটনাকে 'ঐতিহাসিক মুহূর্ত' হিসেবে উল্লেখ করে রাজনাথ সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, "ওড়িশা উপকূলে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ফ্লাইট ট্রায়াল সফলভাবে পরিচালনা করে ভারত একটি বড় মাইলফলক অর্জন করেছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং এই উল্লেখযোগ্য সাফল্য আমাদের দেশকে নির্বাচিতদের গ্রুপে রেখেছে, যাদের এই ধরনের উন্নত সামরিক প্রযুক্তির সক্ষমতা রয়েছে।"

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ক্ষেপণাস্ত্রটি দেশীর প্রযুক্তিতে তৈরি করে সফলভাবে উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। এই ক্ষেপণাস্ত্রটি ভারতের সশস্ত্র বাহিনীর জন্য ১৫০০ কিলোমিটারের বেশি রেঞ্জের জন্য বিভিন্ন পেলোড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে।

ডিআরডিও'কে অভিনন্দন জানিয়েছে রাজনাথ সিং বলেছেন, এটি সশস্ত্র বাহিনী এবং শিল্পের জন্য একটি অসাধারণ অর্জন।

ডিআরডিও-এর কর্মকর্তারা জানিয়েছেন, এই পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রের কর্মক্ষমতা, গতি এবং নির্ভুলতা যাচাই করা হয়েছে এবং সমস্ত ধাপে এটি সফল হয়েছে।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এমন এক ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র যা শব্দের গতির পাঁচগুণেরও বেশি গতিতে চলতে সক্ষম। এটি অত্যন্ত উচ্চগতির পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এই প্রযুক্তি শুধু সামরিক ক্ষেত্রে নয়, বৈজ্ঞানিক গবেষণাতেও গুরুত্বপূর্ণ।#

পার্সটুডে/এমএআর/১৭