নৌবাহিনীর সমরাস্ত্র উৎপাদনে ইরান স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে: সাইয়্যারি
https://parstoday.ir/bn/news/event-i144358-নৌবাহিনীর_সমরাস্ত্র_উৎপাদনে_ইরান_স্বয়ংসম্পূর্ণতা_অর্জন_করেছে_সাইয়্যারি
ইরানের সশস্ত্র বাহিনীর উপ সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, তার দেশ বর্তমানে সাধারণ ডেস্ট্রয়ার, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এবং যেকোনো ধরনের সাবমেরিন উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। এসব নৌযান অভ্যন্তরীণভাবে উৎপাদিত বিভিন্ন সমরাস্ত্র ও স্মার্ট গোলাবারুদ ব্যবহার করতে সক্ষম বলেও তিনি মন্তব্য করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ৩০, ২০২৪ ১০:৫২ Asia/Dhaka
  • নৌবাহিনীর সমরাস্ত্র উৎপাদনে ইরান স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে: সাইয়্যারি

ইরানের সশস্ত্র বাহিনীর উপ সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, তার দেশ বর্তমানে সাধারণ ডেস্ট্রয়ার, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এবং যেকোনো ধরনের সাবমেরিন উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। এসব নৌযান অভ্যন্তরীণভাবে উৎপাদিত বিভিন্ন সমরাস্ত্র ও স্মার্ট গোলাবারুদ ব্যবহার করতে সক্ষম বলেও তিনি মন্তব্য করেছেন।

অ্যাডমিরাল সাইয়্যারি শুক্রবার ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরের প্রধান জুমার নামাজ শুরুর আগে এক বক্তৃতায় একথা জানান। 

ইরানের সাবেক এই নৌপ্রধান বলেন, নৌবাহিনীর সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদনে তার দেশ উচ্চমাত্রার সক্ষমতা অর্জন করেছে এবং ইরানের নৌবাহিনীর সকল সামরিক সরঞ্জাম বর্তমানে দেশেই উৎপাদিত হয়।

অ্যাডমিরাল সাইয়্যারি বলেন, অভ্যন্তরীণভাবে উৎপাদিত প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে ইরানের সামুদ্রিক তৎপতার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ইরানের নৌবাহিনীর উচ্চমাত্রার শক্তিমত্তা শুধু এদেশের পানিসীমা নয় সেইসঙ্গে আকাশ ও স্থলপথসহ সমগ্র ভূখণ্ডের নিরাপত্তা নিশ্ছিদ্র করেছে।

ইরানের নৌবাহিনী বিশ্বের অন্তত ৬,০০০ জাহাজকে জলদস্যুদের হাত থেকে রক্ষা করেছে বলে তিনি জানান। সাইয়্যারি বলেন, ইরানের সামুদ্রিক কূটনীতি বর্তমানে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।