সন্ত্রাসবাদ নির্মূলে দামেস্কের পাশে থাকবে তেহরান: ইরানের প্রেসিডেন্ট
(last modified Tue, 03 Dec 2024 03:59:44 GMT )
ডিসেম্বর ০৩, ২০২৪ ০৯:৫৯ Asia/Dhaka
  • মাসুদ পেজেশকিয়ান ও বাশার আসাদ
    মাসুদ পেজেশকিয়ান ও বাশার আসাদ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসবাদের পুনরুত্থানের কারণে দেশটিতে নতুন করে তৈরি হওয়া সংকট কাটিয়ে উঠতে দামেস্কের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করতে তেহরান প্রস্তুত রয়েছে।

তিনি সোমবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে এক ফোনালাপে তার সরকারের এ প্রস্তুতি ঘোষণা করেন। পেজেশকিয়ান বলেন, ইরান গভীরভাবে সিরিয়ার চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে সমন্বয় ও সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এ লক্ষ্যেই আঞ্চলিক দেশগুলো সফর করে যাচ্ছেন। 

সিরিয়ার প্রেসিডেন্টকে পেজেশকিয়ান আরো জানান, “মুসলিম দেশগুলোর ঐক্যে ফাটল ধরানোর এবং পশ্চিম এশিয়া অঞ্চলে সন্ত্রাসবাদ ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেয়ার যে চেষ্টা ইহুদিবাদীরা চালাচ্ছে তা আমরা মুসলিম দেশগুলোর  সঙ্গে সহযোগিতার মাধ্যমে নিশ্চিতভাবে নস্যাত করে দেব।”

বাশার আসাদকে আশ্বস্ত করে ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমরা বিশ্বাস করি সিরিয়া আরেকবার ইহুদিবাদী ষড়যন্ত্র থেকে রক্ষা পাবে। ইরান শেষ পর্যন্ত সিরিয়ার সরকার ও জনগণের পাশে থাকবে।”

২০১১ সালে সিরিয়ায় বিদেশি-মদদপুষ্ট সহিংসতা চাপিয়ে দেয়া হলে ইরানই ছিল প্রথম দেশ যেটি দামেস্কের পাশে দাঁড়িয়েছিল। ২০১৭ সালে ইরান ও রাশিয়ার সহযোগিতা নিয়ে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিজয়ী হয়েছিল সিরিয়া।

তবে গত সাত বছর ধরে সিরিয়ার উত্তরাঞ্চল সন্ত্রাসীদের পাশাপাশি বিদেশি দখলদার সেনাদের নিয়ন্ত্রণে ছিল। গত ২৭ নভেম্বর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএসের জঙ্গিরা সিরিয়ার উত্তরাঞ্চলে বড় ধনের হামলা চালিয়ে আলেপ্পোর একাংশ দখল করে নেয়। বর্তমানে এই গোষ্ঠীর সঙ্গে সিরিয়ার সেনাবাহিনী তুমুল সংঘর্ষ চলছে।#.

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।