সৌদি শিয়া মুসলমানদের জন্য সহজ হচ্ছে মাশহাদ সফর
https://parstoday.ir/bn/news/event-i144476-সৌদি_শিয়া_মুসলমানদের_জন্য_সহজ_হচ্ছে_মাশহাদ_সফর
ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা ইরান এয়ার পবিত্র মাশহাদ এবং সৌদি আরবের দাম্মাম শহরের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে। নয় বছর বিরতির পর সৌদি আরবের শিয়া মুসলমানদের জন্য পবিত্র মাশহাদ শহর সফরের ব্যবস্থা পুনঃপ্রবর্তনের অংশ হিসেবে এই পদক্ষেপ নিল ইরান। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২৪ ১২:৩৩ Asia/Dhaka
  • ইরানের যাত্রীবাহী বিমান
    ইরানের যাত্রীবাহী বিমান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা ইরান এয়ার পবিত্র মাশহাদ এবং সৌদি আরবের দাম্মাম শহরের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে। নয় বছর বিরতির পর সৌদি আরবের শিয়া মুসলমানদের জন্য পবিত্র মাশহাদ শহর সফরের ব্যবস্থা পুনঃপ্রবর্তনের অংশ হিসেবে এই পদক্ষেপ নিল ইরান। 

ইরানের বেসামরিক বিমান সংস্থার মুখপাত্র জাফার ইয়াজারলু গতকাল (সোমবার) বলেন, প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার ইরান এয়ার মাশহাদ থেকে দাম্মামে ফ্লাইট পরিচালনা করবে এবং তিন ডিসেম্বর থেকে এই ফ্লাইট চালু হবে।। 

জাফার ইয়াজারলু জানান, বিমানের ফ্লাইটগুলোতে প্রধানত সেই সমস্ত যাত্রীকে বহন করা হবে যারা ইরানের পবিত্র মাশহাদ শহর পরিদর্শন করতে চান। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ও দ্বিতীয় বৃহত্তম মাশহাদ শহরে রয়েছে শিয়া মাযহাবের অষ্টম ইমাম রেজা (আ) এর মাজার। 

এদিকে, গতকাল ইরানের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুদ্দিন ফারজাদিপুর বলেন, ইরান এবং সৌদি সরকারের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিস্তারের নীতির আওতায় মাশাহাদ এবং দাম্মাম শহরের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে ইরানের বিমান সংস্থার ওপর চাপ সৃষ্টি সত্ত্বেও দামাম শহরের সাথে এই ফ্লাইট চালু করতে যাচ্ছে।

২০২৩ সালের ১০ মার্চ চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হয়। এর দেড় বছর পরে এসে ইরান থেকে সৌদি আরবের দাম্মামে ফ্লাইট চালু করার ঘোষণা এলো। এর আগে গত বছরের মে মাসে ইরানের বিমান কর্তৃপক্ষ জানিয়েছিল যে, মাশহাদ ও দাম্মাম শহরের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে চায় সৌদি আরব।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।