কেন ইসরাইল লেবাননে যুদ্ধ-বিরতি চুক্তি লঙ্ঘন করছে?
https://parstoday.ir/bn/news/west_asia-i147098-কেন_ইসরাইল_লেবাননে_যুদ্ধ_বিরতি_চুক্তি_লঙ্ঘন_করছে
পার্সটুডে-ইহুদিবাদী ইসরাইল দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহর বিমান-সেনা ইউনিটের একজন কমান্ডারকে হত্যার দাবি করেছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ২০:০০ Asia/Dhaka
  • কেন ইসরাইল লেবাননে যুদ্ধ-বিরতি চুক্তি লঙ্ঘন করছে?
    কেন ইসরাইল লেবাননে যুদ্ধ-বিরতি চুক্তি লঙ্ঘন করছে?

পার্সটুডে-ইহুদিবাদী ইসরাইল দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহর বিমান-সেনা ইউনিটের একজন কমান্ডারকে হত্যার দাবি করেছে। 

লেবানন ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে যুদ্ধ-বিরতি চুক্তি হওয়া সত্ত্বেও ইসরাইল এখনও যুদ্ধ-বিরতি লঙ্ঘন করে লেবাননের নানা অঞ্চলে বোমা বর্ষণ করছে ও দেশটির ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপ করছে। 

আলমায়াদিন টেলিভিশন চ্যানেল গতকাল (শনিবার) রাতে জানিয়েছে: লেবাননের জারজু এলাকায় একটি গাড়ির ওপর ইসরাইলি হামলার ঘটনায় দুই লেবাননি নাগরিক শহীদ ও আরও তিন জন আহত হয়েছে। 

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইসরাইল কাত্‌জ্‌ দাবি করেছেন, ইসরাইল হিজবুল্লাহর বিমান ইউনিটের একজন কমান্ডারকে টার্গেট করেই এই হামলা চালিয়েছে তেলআবিব। সন্ত্রাসী ইসরাইলের এই দাবি সম্পর্কে কোনো প্রতিক্রিয়া দেখায়নি হিজবুল্লাহ। 

লেবানন আগ্রাসনের ভূমি নয়

এদিকে গতকাল শনিবার বিশিষ্ট লেবাননি সাংসদ ইব্রাহিম মুসাভি লেবাননী নাগরিক বহনকারী ইরানি যাত্রীবাহী বিমানের ওপর হামলা চালানোর ইসরাইলি হুমকির প্রতিক্রিয়ায় বলেছেন,  লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরাইল যেসব আগ্রাসন চালাচ্ছে সে জন্য বিশ্ব-সমাজ ও বিশেষ করে মার্কিন সহযোগিতার নীতি দায়ী এবং এর ফলে ইসরাইল আরও বেশি দাম্ভিক হয়ে পড়েছে। তিনি লেবাননের সবাইকে ইসরাইলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন। ইব্রাহিম মুসাভি আরও বলেছেন, ইসরাইলকে এমন ধারণা দেয়ার সুযোগ দেয়া ঠিক হবে না যে সে যখন খুশি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করতে পারবে। এরই প্রেক্ষাপটে লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ডাকে লেবাননি জনগণ প্রতিবাদ সমাবেশ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও লেবাননী নাগরিকবাহী ইরানের বেসামরিক বিমানের ওপর হামলার ইসরাইলি হুমকিকে লেবাননের সার্বভৌমত্বের প্রতি লঙ্ঘন এবং দেশটির বিমান চলাচলের নিরাপত্তার প্রতি হুমকি বলে উল্লেখ করেছেন। 

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল লেবাননের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে

বৈরুত বিমানবন্দরগামী মহাসড়কে হিজবুল্লাহর কেন্দ্রীয় শুরা বা পরিষদের  সহকারী প্রধান মাহমুদ ক্বামাতি শনিবার বিকালে এক গণ-প্রতিবাদ সমাবেশে বলেছেন, আমরা লেবাননের ওপর মার্কিন ও ইসরাইলি কর্তৃত্ব মেনে নিব না, বৈরুত বিমানবন্দরে ইরানের যাত্রীবাহী বিমান অবতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা লেবানন সরকারের প্রতি অবমাননা এবং তা এই সরকারের ওপর মার্কিন হস্তক্ষেপ বা কর্তৃত্ব মেনে নেয়ার শামিল। তিনি বলেছেন, আমরা বিজাতীয় মোড়লীপনা মেনে নেব না, ইরান আমাদের বন্ধু রাষ্ট্র। লেবাননের জনগণ প্রতিরোধ আন্দোলনের সহযোগী ও সমর্থক, তারা মার্কিন ও ইসরাইলি অবমাননার নীতির বিরোধী এবং তা কখনও মেনে নিবে না।  

বৈরুত বিমানবন্দরে ইরানের যাত্রীবাহী বিমান অবতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে এখনও গণ-প্রতিবাদ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার এ ধরনের প্রতিবাদ শুরু হয় স্বতঃস্ফূর্তভাবে। লেবাননের বিষয়ে মার্কিন ও ইসরাইলি হস্তক্ষেপের প্রতিবাদে তারা ইসরাইল ও মার্কিন বিরোধী শ্লোগান দেন এবং বৈরুত বিমান-বন্দরগামী সড়কগুলো বন্ধ করে দেন। # 

পার্সটুডে/এমএএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।