আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না-বিরোধীদের প্রতি মমতা
https://parstoday.ir/bn/news/event-i152342-আমরা_মৃত্যু_নিয়ে_রাজনীতি_করি_না_বিরোধীদের_প্রতি_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিরোধীদের উদ্দেশ্য বলেছেন, 'আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না।'
(last modified 2025-09-25T14:02:18+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১৯:৫৫ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিরোধীদের উদ্দেশ্য বলেছেন, 'আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না।'

আজ চতুর্থীতে পুজো উদ্বোধনে গিয়ে আবারো বিরোধীদের সমালোচনা করলেন তিনি। পুজো উৎসবের আবহে সোমবার প্রবল দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে শহরবাসীকে। বৃষ্টিতে একেবারে বানভাসি অবস্থা হয়। তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনা নিয়ে বিরোধদের তীব্র সমালোচনার জবাব দিলেন মমতা। মুখ্যমন্ত্রী স্পষ্টকরে বললেন, 'আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না। মৃত্যু দুর্ভাগ্যজনক। যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে, তারা নিজেদের মুখ আয়নায় দেখুক।' বাংলার মানুষের পাশে থাকবেন বলেও আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আজ শহরের একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকে নাম না করে দিল্লির কেন্দ্রীয় বিজেপি সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ডিভিসির কারণেই যে বারবার বাংলা ভাসছে তাও স্পষ্টভাবে অভিযোগ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, 'এত বৃষ্টি কখনও হয়নি। এর মধ্যেই ফরাক্কা, বিহারের সব পানি গঙ্গায় এসে ঢুকেছে। ফরাক্কায় ড্রেজিং হয় না, কলকাতা পোর্টও গঙ্গার ড্রেজিং করে না।' এমনকী ফরাক্কা, ডিভিসি, মাইথনও ড্রেজিং করে না বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমো'র। মমতার অভিযোগ, আমাদের গলা ব্যথা হয়ে গেছে বলতে বলতে কিন্তু তারা কোনো কথা শোনে না।

মুখ্যমন্ত্রী বলেন,এতসবের পরেও কয়েকঘণ্টার মধ্যেই জমে থাকা পানি বের করে দেয়া সম্ভব হয়েছে। মমতা বলেন, পানি কেন জমেছে তা নিয়ে আদালতে মামলা করা হয়েছে। এর বিরোধীদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, 'যারা মামলা করেছে তারা কেন্দ্রকে তো জিজ্ঞেস করতে পারে, কেন ড্রেজিং করা হয়নি।'

বর্ষার সময় বিজেপিশাসিত রাজ্যগুলির অবস্থা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, 'লন্ডনেও পানি জমলে ১০দিন থাকে। দিল্লি, মহারাষ্ট্রে পানি জমলেও পাঁচ-ছয়দিন থাকে।'

কেন্দ্রীয় বিজেপি সরকারকে তোপ দেগে মমতা বলেন,’ তোমরা আমাদের পানিতে ভাসাও, আমরা পানি নিষ্কাসন করি। সাড়ে পাঁচ লাখ পুকুর কাটা হয়েছে। ৫০০ চেকড্যাম তৈরি করা হয়েছে। সে কারণে পানি বের করে দেওয়া সম্ভব হয়েছে। তবে মানুষের সমর্থনে থাকলে দেখে নেওয়ারও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।#

পার্সটুডে/জিএআর/২৫