‘ডলারের প্রভাব কমতে শুরু করেছে’
ট্রাম্পের হুমকির জবাব দিলেন পুতিন: ডলার ৪ বছর আগের অবস্থানে নেই
-
(বামে) ভ্লাদিমির পুতিন
রাশিয়ার নেতৃত্বাধীন উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা- ব্রিকসের বিরুদ্ধে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন তার জবাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, চার বছর আগের তুলনায় ডলার এখন অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে।
ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়ে বলেছিলেন, ব্রিকসভুক্ত দেশগুলো তাদের লেনদেন থেকে ডলার বাদ দিলে এসব দেশের পণ্যকে আমেরিকার বাজারে ঢুকতে দেয়া হবে না। তিনি বলেন, ডলার বাদ দিলে ব্রিকসভুক্ত দেশগুলোর যেকোনো পণ্যকে আমেরিকার বাজারে প্রবেশ করতে ১০০% ট্যাক্স দিতে হবে।
এর জবাবে প্রেসিডেন্ট পুতিন বুধবার মস্কোয় বলেন, ট্রাম্প চার বছর হলো আমেরিকার ক্ষমতায় নেই। বিগত চার বছরে দেশের ভেতরে ও বাইরে মার্কিন অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। রুশ প্রেসিডেন্ট দাবি করেন, বিশ্ব বাণিজ্যে আমেরিকার অংগ্রহণ কমতে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে ডলারের প্রভাবে কমতে শুরু করেছে।
পুতিন বলেন, কাজেই এক সময় যে ডলারকে আন্তর্জাতিক অঙ্গনে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো তার পরিবর্তে এখন আরো অনেক মুদ্রা আন্তর্জাতিক বাজারে আসতে শুরু করেছে।
উদীয়মান অর্থনীতির দেশ রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ২০০৬ সালে ব্রিকস গঠিত হয়। চলতি বছরের জানুয়ারি থেকে মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আমিরাতসহ আরো ১০টি দেশ ব্রিকসে যোগ দেয়।
বিশ্বব্যাপী মার্কিন মুদ্রা ডলারের প্রভাব খর্ব করতে, বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব থেকে দেশগুলোকে রক্ষা করতে রাশিয়ার উদ্যোগে ব্রিকসের সকল লেনদেন থেকে ডলার বিদায় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/৫