ইউক্রেন সংকট সমাধানে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে রাশিয়া
-
ইউক্রেন সংকট সমাধানে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে রাশিয়া
পার্সটুডে-ক্রেমলিনের মুখপাত্র বলেছেন: ইউক্রেনের যুদ্ধের সমাধান নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা যে প্রচেষ্টা চালাচ্ছে, রাশিয়া তাকে স্বাগত জানায়।
ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সি ইসনা'র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নভোস্তি বার্তা সংস্থাকে একটি সাক্ষাত্কার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন: রাশিয়া ইউক্রেন সরকারের সঙ্গে শান্তি চুক্তি প্রতিষ্ঠা করতে প্রস্তুত।
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট আমেরিকার কর্মকর্তাদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদনে লিখেছে। ওই প্রতিবেদনে বলা হয়েয়ে ইউক্রেন যুদ্ধ শেষ করতে আগামি কয়েক মাসের মধ্যে রাশিয়ার সাথে আলোচনায় বসবে কিয়েভ। প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে ওই আলোচনায় সম্ভবত রাশিয়াকে ইউক্রেন তাদের ভূখণ্ডের কিছু অংশ ছেড়ে দিতে বাধ্য হবে।
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো সামরিক জোটের সীমানা সম্প্রসারণের বিষয়ে মস্কোর নিরাপত্তাজনিত উদ্বেগের প্রতি পশ্চিমাদের অবহেলার কারণে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল।
পশ্চিমারা বিশেষ করে আমেরিকা রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করার ঘটনায় মস্কো ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায়।
তারপর থেকে ন্যাটো সদস্য দেশগুলো শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক পন্থা পরিত্যাগ করে কিয়েভকে বিপুল সামরিক সহায়তা দিয়ে যুদ্ধ-উন্মাদনা অব্যাহত রাখে। তারা ইউক্রেনকে আরও উন্নত এবং ভারি সামরিক অস্ত্রে সজ্জিত করে স্পষ্টতই ক্রেমলিনের বিরুদ্ধে উস্কানিমূলক নীতি অনুসরণ করে।#
পার্সটুডে/এনএম/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।