শীর্ষ কর্মকর্তার তথ্য
ইরান স্থানীয়ভাবে বোয়িং ও এয়ারবাস ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি করছে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান হোসেইন পুরফারজানেহ বলেছেন, তার দেশ বোয়িং এবং এয়ারবাস জেটের ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি আয়ত্ত করেছে।
গতকাল (মঙ্গলবার) তিনি বলেন, ইরান এই দুটি বিমানের মডেলের ইঞ্জিনের যন্ত্রাংশগুলো স্থানীয়করণের জন্য নয় বছরের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। পুরফারজানেহ বলেন, ইরানের প্রকৌশল কোম্পানি ‘মাপনা’ জেট ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরির জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় কর্মসূচি বাস্তবায়ন করেছে। এই কর্মসূচি মূলত ইরানের বেসামরিক বিমান চলাচল খাতে বিদেশি নিষেধাজ্ঞার প্রভাব কমানোর প্রচেষ্টার ফল।
পুরফারজানেহ বলেন, "এই কর্মসূচির ভিত্তিতে এবং মাপনার সহযোগিতার মাধ্যমে বোয়িং ও এয়ারবাস বিমানের ইঞ্জিনের যন্ত্রাংশ রিভার্স ইঞ্জনিয়ারিং এবং স্থানীয়করণ প্রক্রিয়াটি দেশের ভেতরে চালু করা হয়েছিল। ফলস্বরূপ ইরান বিমান শিল্পের গুরুত্বপূর্ণ অংশ তৈরির প্রযুক্তি অর্জন করেছে।”
২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটন নিজেকে একতরফাভাবে প্রত্যাহার করার পর ২০১৮ সালে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা তার কঠোর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তারা বলছেন, এসমস্ত নিষেধাজ্ঞা ইরানকে তার অর্থনীতি এবং প্রযুক্তিখাতে বৈচিত্র্য ও উন্নয়ন অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারই অংশ হতে পারে বোয়িং এবং এয়ারবাস ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরির এই প্রচেষ্টা।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৮