শুল্ক এড়াতে ইইউকে আমেরিকার তেল-গ্যাস কিনতে হবে: ট্রাম্পের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/event-i145074-শুল্ক_এড়াতে_ইইউকে_আমেরিকার_তেল_গ্যাস_কিনতে_হবে_ট্রাম্পের_হুঁশিয়ারি
বাণিজ্য শুল্ক এড়াতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের তেল ও গ্যাস কেনার প্রতিশ্রুতি দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ২১, ২০২৪ ১২:৩৬ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

বাণিজ্য শুল্ক এড়াতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের তেল ও গ্যাস কেনার প্রতিশ্রুতি দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম  ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে শুক্রবার দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, "আমি ইউরোপীয় ইউনিয়নকে বলেছি, বড় আকারে আমাদের তেল ও গ্যাস কিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বিশাল (বাণিজ্য) ঘাটতি পূরণ করতে হবে। অন্যথায় সবকিছুতে শুল্ক দিতে হবে।"

এর আগে আমেরিকার শীর্ষ দুই বাণিজ্য অংশীদার কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এছাড়াও, তিনি বৈশ্বিক আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক এবং চীন থেকে আসা পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০২ বিলিয়ন ইউরো মূল্যের পণ্য রপ্তানি করেছে ইইউ। ২০২২ সালে ‌আমেরিকার সঙ্গে ইইউর মোট বাণিজ্যের পরিমাণ ছিল আনুমানিক ১.৩ ট্রিলিয়ন ডলার, মার্কিন সরকারি পরিসংখ্যান অনুযায়ী যার মধ্যে ১৩১.৩ ডলার বিলিয়ন বাণিজ্য ঘাটতি অন্তর্ভুক্ত ছিল।#

পার্সটুডে/এমএআর/২১