কামিকাজে ড্রোন দিয়ে ইসরাইলের ২ সেনা ঘাঁটিতে আঘাত হানল ইয়েমেন
(last modified Tue, 24 Dec 2024 03:48:02 GMT )
ডিসেম্বর ২৪, ২০২৪ ০৯:৪৮ Asia/Dhaka
  • কামিকাজে ড্রোন দিয়ে ইসরাইলের ২ সেনা ঘাঁটিতে আঘাত হানল ইয়েমেন

গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞের প্রতিবাদে ইসরাইলের একাধিক সামরিক অবস্থান লক্ষ্য করে বিস্ফোরকভর্তি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছেন, সোমবার তেল আবিব থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আশকেলন শহরের একটি সামরিক ঘাঁটিতে দূরপাল্লার ইয়াফা কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

এছাড়া, খোদ রাজধানী তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করে আরেকটি ড্রোন হামলা চালানো হয়েছে বলেও জানান সারি।

তিনি বলেন, এখন ইসরাইলবিরোধী যুদ্ধের পঞ্চম পর্যায় চলছে এবং এ পর্যায়ে সোমবারের দুই হামলা চালানো হয়েছে। এসব হামলায় পূর্বনির্ধারিত লক্ষ্য বাস্তবায়িত হয়েছে বলেও তিনি জানান।

ইয়েমেনের এই সেনা মুখপাত্র বলেন, তার বাহিনী এ ধরনের অভিযান চালিয়ে যাবে এবং ইসরাইলের সকল সামরিক ঘাঁটিতে আঘাত হানবে। গাজায় ইহুদিবাদী আগ্রাসন পুরোপুরি বন্ধ এবং উপত্যকার ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে না নেয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলতে থাকবে বলেও তিনি জানান।

ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের নিকটবর্তী জাফা এলাকায় আঘাত করার দু’দিন পর নতুন করে হামলা চালানোর খবর দিলেন ইয়াহিয়া সারি। ওই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ ইসরাইলি আহত হয়েছিল।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।