ইসরাইল শান্তি চায়, আমরাও শান্তি চাই: দামেস্কের গভর্নর মাহের মারওয়ান
https://parstoday.ir/bn/news/event-i145308-ইসরাইল_শান্তি_চায়_আমরাও_শান্তি_চাই_দামেস্কের_গভর্নর_মাহের_মারওয়ান
সিরিয়ার রাজধানী দামেস্কের গভর্নর মাহের মারওয়ান বলেছেন, তার সরকার ইসরাইল এবং সিরিয়ার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার কাজ সহজতর করতে চায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২৪ ১৯:৫০ Asia/Dhaka
  • মাহের মারওয়ান
    মাহের মারওয়ান

সিরিয়ার রাজধানী দামেস্কের গভর্নর মাহের মারওয়ান বলেছেন, তার সরকার ইসরাইল এবং সিরিয়ার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার কাজ সহজতর করতে চায়।

হায়াত তাহরির আল শামের (এইচটিএস) নেতা ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ হুসাইন আল-শারার পক্ষে মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, বিদ্রোহীরা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর ইসরাইল সীমান্ত নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে; যা স্বাভাবিক ঘটনা। এ কারণে ইসরাইলি সেনারা সিরিয়ায় ঢুকে পড়ে, অগ্রসর হয় এবং কিছু বোমা হামলা চালায়।

কিন্তু ইসরাইলের প্রতি তাদের কোনো ভীতি নেই উল্লেখ করে দামেস্কের গভর্নর বলেন, "আমাদের সমস্যা ইসরাইলের সঙ্গে নয়। যারা সহাবস্থান চায় তাদের সঙ্গে থাকার জন্য অনেকে আছে। ইসরাইল শান্তি চায়; তারা কোনো দ্বন্দ্ব চায় না। আমরাও শান্তি চাই। আমরা ইসরাইলসহ কারও প্রতিদ্বন্দ্বি হতে পারব না।"

বিদ্রোহীরা রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হওয়ার পর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত ৮ ডিসেম্বর পালিয়ে রাশিয়া চলে যান। এর পরপরই সিরিয়ার গোলান মালভূমির বাকি অংশ দখল করে নেয় ইসরাইলি বাহিনী। এছাড়া সীমান্তে যে বাফার জোন ছিল সেখানেও প্রবেশ করে দখলদার সেনারা।

এনপিআর-এর সাংবাদিক হাদিল আল-শালচি এ বিষয়ে জানতে চাইলে সিরিয়ার দামেস্কের গভর্নর মাহের মারওয়ান বলেন, "ইসরাইল হয়তো ভয় থেকে এমনটি করেছে, এটি স্বাভাবিক। তবে ইসরাইলের প্রতি আমাদের কোনো ভয় নেই; আমাদের সমস্যা ইসরাইলের সাথে নয়। আমরা এমন কোনো হস্তক্ষেপ করতে চাই না যা ইসরাইলের নিরাপত্তা বা অন্য কোনো দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে।"

এর আগে সিরিয়ার কার্যত শাসক আহমেদ আল-শারা ওরফে জোলানি বলেছেন, “আমরা ইসরাইলের সাথে সংঘাতে জড়াতে যাচ্ছি না।”

তবে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার বিভিন্ন সামরিক শিল্প প্রতিষ্ঠান ও নৌবহরের ওপর হামলা চালাচ্ছে এবং গোলান মালভূমির বাফারজোন দখল করেছে সে ব্যাপারে জোলানি কোনো কথা বলেননি।#

পার্সটুডে/এমএআর/২৭