সিরিয়ার দক্ষিণাঞ্চলে স্থায়ী সামরিক ঘাঁটিি প্রতিষ্ঠার পায়তারা করছে ইসরাইল!
https://parstoday.ir/bn/news/west_asia-i146318-সিরিয়ার_দক্ষিণাঞ্চলে_স্থায়ী_সামরিক_ঘাঁটিি_প্রতিষ্ঠার_পায়তারা_করছে_ইসরাইল!
পার্সটুডেৃ: সংবাদ সূত্র ঘোষণা করেছে যে ইসরাইলি সরকার দক্ষিণ সিরিয়ার কিছু অংশকে স্থায়ী সামরিক অঞ্চলে পরিণত করার জন্য তাদের অভিযান অব্যাহত রেখেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৫, ২০২৫ ১৮:৪৬ Asia/Dhaka
  • সিরিয়ার দক্ষিণাঞ্চলে স্থায়ী সামরিক ঘাঁটিি প্রতিষ্ঠার পায়তারা করছে ইসরাইল!

পার্সটুডেৃ: সংবাদ সূত্র ঘোষণা করেছে যে ইসরাইলি সরকার দক্ষিণ সিরিয়ার কিছু অংশকে স্থায়ী সামরিক অঞ্চলে পরিণত করার জন্য তাদের অভিযান অব্যাহত রেখেছে।

ইহুদিবাদী সরকার কুনেইত্রার (দক্ষিণ সিরিয়া) উপকণ্ঠে ধাতব প্রহরী টাওয়ার এবং সীমান্তবর্তী এলাকায় কংক্রিটের টাওয়ার নির্মাণ করেছে যাতে তারা তাদের দখলকৃত গ্রামগুলো নিয়ন্ত্রণ করতে পারে। পার্সটুডে অনুসারে,বৃহস্পতিবার ইসরাইলি সৈন্যরা দখলকৃত সিরিয়ার সীমান্তবর্তী গ্রামগুলিতে টহল শুরু করে। ইতিমধ্যে, ইসরাইলি সৈন্যরা কুনেইত্রা গ্রামাঞ্চলের "সিদা" গ্রামের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে।

একই সময়ে দখলদার ইহুদিবাদী বাহিনী উত্তর কুনেইত্রার হাদার গ্রামে তাদের  উপস্থিতি বাড়িয়েছে। হাদার গ্রামের দক্ষিণে নির্মিত হেলিকপ্টার হ্যাঙ্গারটিকে রক্ষা করার জন্য এটি ইহুদি শাসকগোষ্ঠীর জন্য একটি ঘাঁটি হিসেবে কাজ করে। ৮ ডিসেম্বর রোববার আল-জোলানির নেতৃত্বে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী দল দামেস্ক শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর এবং বাশার আল-আসাদের সরকারের পতনের পর সিরিয়ার ওপর ইসরাইলি সরকারের দখলদারিত্ব এবং হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব ভূমিকার কারণে ইসরাইলি সরকার বছরের পর বছর ধরে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে আসছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।